রাজশাহী জেলা বিএনপি’র আহবায় কতৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমানের সুযোগ্য পুত্র আজমেরী ওসমানের আনুসারীরা এ মিছিলের আয়োজন করেন। এ সময় মনিরের হোসেনের নেতৃত্বে বিশাল একটি মিছিল বের হয়ে মূল মিছিলে সঙ্গে যোগাদান করে।
মিছিলে যোগাদানের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে মনির বলেন, বিশ্ব মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নিয়ে সমগ্র বাঙ্গালি জাতির অহংকার সেই মহান নেত্রীকে হত্যার যে হুমকি দিয়েছে ওই স্বাধীনতা বিরোধী রাজাকার,আলবদরদের দল তাদের স্পষ্ট করে বলে দিতে চাই যত প্রকার স্বরযন্ত্র করা হোক না কেন ‘ইনশাল্লাহ্’ মহান আল্লাহর অশেষ রহমতে আর দেশ বাসির দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুল পরিমানও ক্ষতি সাধন তারা করতে পারবে না। আমরা একটা কথাই বিশ্বাস করি “রাখে আল্লাহ, মারে কে”।
তিনি আরও বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের স্থপতি বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু-যোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সারা বিশ্বে বাংলাদেশ আজ মাথা ঊচু করে দাঁড়িয়েছে এবং গোটা দেশ ডিজিটাল রূপান্তির হয়েছে এটা দেখে তাদের সহ্য হচ্ছে না। আমরা স্পষ্ট করে হুশিয়ারী দিয়ে ওই স্বাধীনতা বিরোধঅ অপশক্তিদেরকে বলে দিতে চাই, আমাদের জীবনের বিনিময়ে হলেও সকল স্বরযন্ত্র রুখে দিতে প্রস্তুত আছি।আজকে দেশের মাটিতে যখন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তার প্রতিবাদ জানাতে নারায়ণগঞ্জ -৫ আসনের প্রয়াত সাংসদ আলহাজ্ব নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমান ভাইয়ের ডাকে আমরা এখানে সমবেত হয়েছি।
এর আগে দুপুর ২টার পর থেকে নগরীর বিভিন্ন এলাকা ও আশপাশের এলাকা থেকে জননেতা আজমেরী ওসমানের নেতাকর্মীরা খন্ড, খন্ড মিছিল নিয়ে প্রথমে চাষাঢ়ার বিজয় স্তম্ভ হয়ে বঙ্গবন্ধু সড়কের দক্ষিণ দিকে দুই নং রেলগেট পর্যন্ত যায়।
এ সময় মিছিলে থাকা নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বিভিন্ন শ্লোগান দেয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত মিছিলটি পরে দুই নং রেলগেট ঘুরে আবার উত্তর চাষাঢ়ার দিকে রওনা হয়। দুপুর সাড়ে ৩টায় চাষাঢ়া ডাকবাংলোর সামনে থেকে শুরু হয়ে পুরো শহর ঘুরে বিকেল সাড়ে ৪টায় আবার চাষাঢ়া ডাকবাংলোর সামনে গিয়ে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত হয়।
0 Comments