হোসিয়ারি শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা করেছে এফবিসিসিআই সেফটি কাউন্সিল।
আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলওর সঙ্গে যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করে বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশন।
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি শেখ মোঃ নাজমুল আলম সজল এর সভাপতিত্বে
গতকাল সোমবার (১৫ মে) সকালে হোসিয়ারি এসোসিয়েশন কমিউনিটি সেন্টারে প্রশিক্ষন কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হোসনে আরা বাবলী ও সুলতান উদ্দিন নান্নু।
প্রশিক্ষন কর্মশালায় নারায়ণগঞ্জের হোসিয়ারি মালিকদের অগ্নি নিরাপত্তা, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা সহ অগ্নিকান্ড প্রতিরোধে মালিক শ্রমিকের ভূমিকা ও জ্ঞান ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষন দেয়া হয়।
কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন এ ওয়ান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর প্রোপ্রাইটর মোঃ ইউনুস মিয়া এবং এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের প্রতিনিধি গোলাম মর্তুজা।
প্রশিক্ষন কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সহ-সভাপতি (জেনারেল) মোঃ কবির হোসেন, সহ-সভাপতি (এসােসিয়েট) সাঈদ আহমেদ স্বপন, পরিচালক (জেনারেল) মোঃ আতাউর রহমান, বীর মুক্তিযােদ্ধা হাজী আলী আহমেদ শেখ, মােঃ মােজাম্মেল হক, আলহাজ্ব মােঃ আবদুল হাই, অামিরুল্লাহ রতন, আলহাজ্ব মােঃ মনির হােসেন, মােঃ সাব্বির আহমেদ সাগর,বাবু বৈদ্যনাথ পোদ্দার, মােঃ সাখাওয়াত হােসেন সুমন, মােঃ আবুল বাশার (বাসেত), পরিচালক (এসােসিয়েট) আলহাজ্ব মােঃ নাছির শেখ, হাজ্বী মোঃ শাহীন হোসেন, আলহাজ্ব নাছিম আহমেদ, আলহাজ্ব মােঃ আতাউর রহমান, আলহাজ্ব মােঃ মিজানুর রহমান সহ হোসিয়ারি পল্লীখ্যাত উকিলপাড়া ও নয়ামাটি এলাকার হোসিয়ারি ব্যবসায়ীবৃন্দ।
0 Comments