হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নতুন হলদে পাখিদের টেস্ট কার্ড বিষয়ক প্রশিক্ষণ রোববার ১১ জুন অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, ঢাকা অঞ্চলের আয়োজনে শহরের চাষাড়া বাগে জান্নাত মহল্লাস্থ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, জেলা কমিশনার আঞ্জুমান আরা আকসির।প্রশিক্ষক হিসেবে ঢাকা অঞ্চলের ট্রেইনার তাছলিমা আক্তার হলদে পাখিদের প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণে ৩৭,আমলাপাড়া আইইটি সপ্রাবি'র১২ জন এবং ৩৬,গলাচিপা বালিকা সপ্রাবি'র ১২ জন মোট ২৪ জন হলদে পাখি অংশ নেয়।প্রশিক্ষণ উপস্থিত ছিলেন,সহকারী শিক্ষক দীপা সাহা আছিয়া বেগম পপি।এ ছাড়া শিশু কল্যাণ স্কুল-২৪ এসএমসির সভাপতি ফারুক আহম্মদ, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।প্রশিক্ষণে হলদে পাখিদের দীক্ষা প্রদান,হলদে পাখির ব্যাচ পরিয়ে দেয়া হয়।
0 Comments