এক সময় দাপট দেখিয়ে বি এন,পি নিয়ন্ত্রণ করতেন কাজী মনির ও নজরুল ইসলাম আজাদ সেই নিয়ন্ত্রণ কে ধুলিস্যাৎ করে এখন দাপুটে নিয়ন্ত্রণ করছেন রুপগঞ্জেের কৃতী সন্তান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। দিপু ভূঁইয়ার সফল নিয়ন্ত্রণ এ এখন বি,এন,পি রাজনীতি এখন আগের থেকে অনেক সক্রিয়। কারন বর্তমান জেলা বি,এন,পি সভাপতি গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এর হাতে নেতৃত্ব আসার পর থেকেই অনেক উজ্জীবিত হয়ে উঠেছে বি,এন,পি। প্রতিটি কর্মসুচি সফল ভাবে পালন করছে, এর পুরো কৃতিত্ব দিপু ভূঁইয়া।
দলটি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানান, দিপু ভুঁইয়া চাইলে নিজেই নেতা হতে পারতেন কিংবা জেলা বিএনপির সভাপতি হতে পারতেন কিন্তু দলের প্রয়োজনে এখন দলকে সুসংগঠিত করে তিনি তাদেরকে নেতৃত্ব বিকাশে ও দলকে রাজপথের জন্য আন্দোলনমুখী হিসেবে গড়ে তুলছেন। তিনি জেলা বিএনপির বর্তমান কমিটিকে দেখভাল করে রাজপথে আন্দোলন সংগ্রামে অগ্রগামী করেছেন। রাজপথে এখন জেলা বিএনপি যেকোন সময়ের চেয়ে বেশি শক্তিশালী ও আন্দোলনমুখী। শুধু নারায়ণগঞ্জ নয় ঢাকাতেও দলের যেকোন কর্মসূচীতে বিশাল অংশগ্রহণ থাকে জেলা বিএনপির। আর এ কৃতিত্ব পুরোটাই দিপু ভুঁইয়াকে দিচ্ছেন নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় সকল সংগঠনের দায়িত্বশীল নেতারা জানান, দিপু ভুঁইয়া ২৪ ঘন্টাই জেলা বিএনপির রাজনীতি কিভাবে আরো দক্ষ ও রাজপথের জনয উপযোগী করা যায় সেদিকে দৃষ্টি দিচ্ছেন। তাকে নেতাকর্মীরা যেকোন সময় প্রয়োজনে কাছে পায়। তিনিও নেতাকর্মীদের খোঁজ খবর রাখেন। এমন একজন নেতার সান্নিধ্যে থেকে জেলা বিএনপি আরো শক্তিশালী হচ্ছে।
দলের প্রয়োজনে যখন যেখানে যেভাবে তাকে প্রয়োজন তখন সেখানে সেভাবেই দিপু ভুঁইয়াকে পাওয়া বলেই তিনি এত জনপ্রিয় বলে নেতাকর্মীদের অভিমত।
0 Comments