নারায়ণগঞ্জ নগরীর সন্ত্রাসীদের উদ্দেশ্যে করে কড়া হুশিয়ারি উচ্চারণ করেছেন শামীম ওসমান। শুধু তাই নয়, ইদের পর সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের এই সংসদ সদস্য।
বুধবার ফতুল্লার বিসিক শিল্প এলাকায় নতুন রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে শামীম ওসমান এ হুশিয়ারি দেন।
শামীম ওসমান বলেন, ‘ইদের পর নারায়ণগঞ্জে একটা প্রোগ্রাম করেন। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রী ও শিল্প মন্ত্রীকে অতিথি হিসেবে আমন্ত্রন করেন। আমি ওই প্রোগ্রামে বলবো যদি শিল্প মন্ত্রনালয় আমার বিসিকের সমস্যা যদি সমাধান না করে, তাহলে আমার এই এলাকার মানুষ শিল্প মন্ত্রনালয়কে আর ট্যাক্স দিবে না। এখান থেকে তাদের হাজার হাজার কোটি টাকা কামায় দিবো কিন্ত তারা আমাদের সমস্যা সমাধান করবেন না; এটা হবে না।’
তিনি আরও বলেন, ‘কেউ যদি আমার কিনবা আমার পরিবারের নাম ব্যাবহার করে, তাহলে প্রশাসনকে জানান নয়তো আমাকে জানান। আমি ব্যবস্থা নিবো। আমি ভাত খাইয়াই ভালো আছি। এখানে এত বড় বড় ব্যবসায়ী, এখানো কোথাকার কোন মাস্তান এসে মাস্তানি করে কিভাবে। আমি ব্যবসায়ীদের বলবো, আপনারা নিশ্চিন্ত থাকেন।’
সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)র নির্বাহী সভাপতি ও বিসিক শিল্প মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি খালেদ হায়দার খান কাজল, সহ সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন (বিকেওএ) সভাপতি মো.মাহবুবুর রহমান স্বপন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর সহ সভাপতি কবির হোসেন সহ বহু প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও শ্রমিকবৃন্দ।
0 Comments