বৃদ্ধকে সালাম করে দোয়া নিলেন অয়ন ওসমান


 নারায়ণগঞ্জ জেলা আওয়ামিলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর অফিসে আসেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদসদস্য শামীম ওসমান এর ছেলে ইমতিনান ওসমান অয়ন। 

এই সময় এক বৃদ্ধ কে দেখে সামনে এগিয়ে যেয়ে সালাম করেন অয়ন ওসমান এবং বৃদ্ধের কাছে দোয়া চান। সেই সময় এলাকার যুব সমাজ এর উদ্যেশ্যে বলেন আমি চাচার কাছে দোয়া নিলাম এটা বাবা মার শিক্ষা আমি আমার বাবা,মার কাছে এই শিক্ষা পেয়েছি তোমারা যারা ইয়ং জেনারেশন আছো  একটা কথা মনে রাখবা বাবা, মা কে সম্মান করবা বাবা,মা কে সম্মান করলে সম্মান পাওয়া যায় এলাকার যারা মুরুব্বি আছে তাদের কে সম্মান করবে,  

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সঠিক দিক নির্দেশনা পেলে যুব সমাজই পাড়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। সঠিক দিক নির্দেশনা ও মুরুব্বীদের সাথে যুবকদের সমন্বয় কম থাকায় অনেক যুবক বিপথে চলে যাচ্ছে। তাই যুব সমাজকে মুরুব্বীদের প্রতি সম্মান রেখে তাদের দোয়া নিয়ে তাদের দিক নির্দেশনায় পথ চলা উচিত।

তিনি আরো বলেন, তাহলে যুবসমাজ সু পথে পরিচালিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে। আমাদের পরিবার স্বাধীনতার স্বপক্ষের শক্তির দল আওয়ামীলীগের রাজনীতিতে বিশ্বাসী এবং আজীবন আমরা তা করে যাবো। কোন যুব সমাজ যদি আওয়ামীলীগের রাজনীতি করে তাহলে অবশ্যই এলাকার মুরুব্বীদের সম্মান রেখে তাদের দিক নির্দেশনায় পথ চলতে হবে।

তিনি আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিছু খারাপ মহল এলাকায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাদের এলাকা ভিত্তিক চিহ্ণিত করতে হবে এবং তাদের সমাজ ব্যবস্থা থেকে বঞ্চিত করতে হবে। যাতে
করে যুব সমাজ স্থানীয় মুরুব্বীদের সাথে সমন্বয় করে সু পথে চলে ঐক্যবদ্ধ হতে পারে। সেই সাথে ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে পারে। তাহলেই এ দেশে উন্নয়নের ধারবাহিকতা বজায় থাকবে

মীর সোহেল আলীর উদ্দেশ্যে এলাকার যুব সমাজ এর উদ্যেশ্যে বলেন এইযে আমার পাশে দাঁড়িয়ে আছে সোহেল চাচা ফতুল্লা যা হউক না হউক যত ধরনের দন্ধ হইছে যত ধরনের ঝামেলা হইছে মানুষ এর অনেক ধরনের অভিযোগ থাকতে পারে আমি কিন্তু একটা মানুষ কাছে এটা হচ্ছে সোহেল চাচা, সোহেল চাচার সাথে থাকবেন এবং ওনার সাথে সম্মানিত ভাবে চলবেন এবং ওনার দিকনির্দেশনা মত চলবেন যারা ওনার দিকনির্দেশনা মত চলবেন তারাই প্রকৃত এবং আমাদের লোক, এটা আমি বলে গেলাম নির্বাচন এর সময় ইনশাআল্লাহ আবার দেখা হবে।

Post a Comment

0 Comments