আমার নেতার সাথে এমন বেয়াদবি মানতে পারছিনা ক্ষমা চান নাইলে অনেক বড় বিপদ হবে আপনাদের মোঃ মেহেদী হাসান জুয়েল


 বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশের সময় বেলা সাড়ে বারটার সময় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ওই ঘটনা ঘটে। এদিকে এই বিশৃঙ্খলার খবর পেয়ে সেখানে তাৎক্ষনিক আশপাশের আওয়ামী লীগ ও যুবলীগ সমর্থকরা ছুটে যান।

ঘটনাস্থলে উপস্থিত কয়েক জনের সাথে যোগাযোগ করে ও প্রচার হওয়া ভিডিও ক্লিপের মাধ্যমে জানা গেছে, জ্যাকসন হাইটসের বাঙালী পাড়ায় বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে দেখা করতে যান শামীম ওসমান। শামীম ওসমানের আগমনের খবরে সেখানে অগনিত ভক্তরা তার সাথে ছবি তুলতে ভীড় জমান। ব্যবসায়ীদের অনুরোধে তিনি চা বিরতির জন্য গাড়ী থেকে নামার সময় সেখানে আগে থেকেই অবস্থান করা কয়েকজন উচ্ছৃঙ্খল বিএনপি-জামায়াতের কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন শ্লোগান দেয়া শুরু করলে শামীম ওসমান একাই তাদের সামনে গিয়ে দাঁড়ান।

এসময় বিএনপির উচ্ছঙ্খল কর্মীরা আবারো প্রধানমন্ত্রী ও শামীম ওসমানের বিরুদ্ধে কটূক্তিকর স্লোগান দিয়ে আওয়ামী লীগ সমর্থকদের সাথে বিবাদে জড়ানোর চেষ্টা করেন। তবে দলীয়ভাবে প্রভাবশালী নেতা শামীম ওসমান সেখানে শিষ্টাচার ও ধৈর্যের পরিচয় দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। সেই ঘটনার পেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা মেহেদী হাসান জুয়েল তার সামাজিক যোগাযোগ মাধ্যম এ উল্লেখ করেন শরীরের পশম গুলা দাঁড়িয়ে গেলো রক্তের কনিকা গুলো থরথর করে কাঁপছে। এতো দুঃসাহস কাপুরুষের দল

দেশের সম্মান ধারন করা একজন মেহমানের সাথে এমন বেয়াদবি মানতে পারছি না।

নেতা আপনি নারায়ণগঞ্জবাসীর স্বপ্নধ্রষ্টা আপনার সাথে এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাছি। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। নারায়ণগঞ্জবাসী গর্ব করে আপনার মত একজন ব্যক্তিকে অভিভাবক হিসেবে পেয়ে। আমরা আপনাকে ভালবাসি


Post a Comment

0 Comments