অবস্থান কর্মসূচি পালনকালে নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আহত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা, ফতুল্লা থানা বি,এন,পির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জুবায়ের রহমান জিকু, মহারগর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ সহ ২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ গুলি ছুড়েছে।
এই দিকে বিএনপির ৫ নেতাকে আটক করেছে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ।
শনিবার (২৯ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মােড় থেকে তাদের আটক করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেতাকর্মীরা শিমরাইলে জড়ো হতে থাকে। পুলিশ তাদের সরে যেতে বললেও তারা সরে যায়নি। পুলিশ পরে লাঠিচার্জ করলে সংঘর্ষ বাধে।
আটকরা হলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর যুবদল সাগর প্রধান। বাকি ৩ জনের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। তিনি নিজেও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
0 Comments