কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াই শেষ হয়েছে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আজ (১৭ জুলাই) সোমবার সকালে পৌরসভার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির কারো নামই ঘোষনা করা হয়নি। সম্মেলন শেষে সকল সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের বায়োডাটা সংগ্রহ করে পরে কমিটি ঘোষনা করবেন বলে জানান প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন।
এদিকে সম্মেলনে আসা কর্মীরা জানান, তারা মনে করেছিলেন যেভাবে ঢাকঢোল পিটিয়ে উপজেলার প্রতিটি ইউনিয়ন ইউনিয়নে কর্মী সম্মেলন করা হয়েছে সে হিসেবে মনে করেছিলাম আজকের সম্মেলনে অনেক চমক থাকবে কিন্তু সে রকম আমরা কিছুই দেখতে পেলাম তাই একলাশ হতাশা নিয়ে আমরা সম্মেলন শেষ করলাম।
সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ নেকবর হোসেন নাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন। সম্মেলনে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সায়েম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মুস্তাফিজুর রহমান মাসুম, ঢাকা কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আহমেদ।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, কাচঁপুর ইঊনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, আওয়ামীলীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু প্রমূখ ।
সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি পদে সামছুজ্জামান সামসু, ফারুক ওমর, নেকবর হোসেন নাহিদ, আনিসুর রহমান, মামুন আহমেদ রাশেদসহ ৫জন ও সাধারণ সম্পাদক পদে মাসুম আহমেদ ও নাজমুল খাঁন শান্ত সহ ২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সম্মেলনে কমিটি ঘোষণা করা হয়নি। পরে দ্রুত সময়ের মধ্যে কমিটির ঘোষণা করা হবে।
সম্মেলনের শুরুতে স্বেচ্ছাসেবকলীগের পতাকা উদ্ধোধল করে অনুষ্ঠানে উদ্ধোধন করা হয়। পরে কোরআন তেলোয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে শিশুদের নিত্য প্রদর্শনের মাধ্যমে বক্তব্য শুরু করা হয়। এদিকে সম্মেলন শুরুর আগ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা তাদের নেতাকর্মী নিয়ে ব্যানার ফেস্টুন ও প্রেকার্ড নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হোন।
0 Comments