অবস্থান কর্মসূচিতে নীরব ভুমিকায় কাজী মনির দিপু ভুইয়ার নেতাকর্মীদের দেখা যায় রাজপথে


 কেন্দ্রীয় কর্মসুচির অবস্থান কর্মসূচি পালনকালে রুপগঞ্জে এম,পি প্রত্যাশি কাজি মনির ছিলেন না কর্মসুচিতে এবং তার কোন নেতাকর্মীও ছিলো না এইদিকে মুস্তাফিজুর রহমান ভুইয়ার দিপুর অনুসারীরা শুরুর থেকে শেষ পর্যন্ত ছিলো কর্মসূচিতে।

 এতে নানা আলোচনা সমাচলোনা চলছে নেতাকর্মীদের মাঝে নেতাকর্মীরা বলছেন যেখানে কাজী মনির এসি রুমে বসে রাজনীতি করেন সেটা রাজনীতি করা বলেনা, আজকে দিনে সে নিজে আসতে পারেন নেই ভালো কথা নেতাকর্মীদের তো নির্দেশ দিতে পারতেন আসার জন্য, 

এইদিকে দিপু ভুইয়ার অনুসারীরা শুরুর থেকে শেষ পর্যন্ত ছিলো এই জন্যই রুপগঞ্জবাসী দিপু ভুইয়াকে এত ভালোবাসে।

উল্লেখ্য অবস্থান কর্মসূচি পালনকালে নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আহত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা, ফতুল্লা থানা বি,এন,পির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জুবায়ের রহমান জিকু, মহারগর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ সহ ২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ গুলি ছুড়েছে।

এই দিকে বিএনপির ৫ নেতাকে আটক করেছে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ। 

শনিবার (২৯ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মােড় থেকে তাদের আটক করা হয়। 

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেতাকর্মীরা শিমরাইলে জড়ো হতে থাকে। পুলিশ তাদের সরে যেতে বললেও তারা সরে যায়নি। পুলিশ পরে লাঠিচার্জ করলে সংঘর্ষ বাধে।


Post a Comment

0 Comments