আমরা দেশের মানুষের ভালোর জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছি নুর এ ইয়াসিন নোবেল

 

তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বৃহস্পতিবার (৩ আগস্ট) নগর‌ীর খানপুর ঈশাঁখা সড়কে ওই বিক্ষোভ সমাবেশ করেন নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকন।

এদিকে, বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সকাল ১১টা থেকে দলে দলে মিছিল নিয়ে উপস্থিত হতে থাকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেয় নেতৃবৃন্দ।

এই সময় সোনারগাঁ থানা যুবদল এর  যুগ্ম আহবায়ক নুর এ  ইয়াসিন নোবেল তার বক্তব্যে বলেন  তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ডা. জোবায়দা রহমান একজন চিকিৎসক, যে কিনা এশিয়া মহাদেশের মধ্যে ১ম স্থান অধিকার করেছেন। তাকেও আজ মামলা দিয়ে সাজা দেওয়া হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান যদি বাংলাদেশে আসে তাহলে আওয়ামী লীগ তো দূরের কথা খুনি হাসিনাকেও খুজে পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, এই অবৈধ সরকার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ভুয়া মামলায় ৯ বছর ও তর সহধর্মিণী যিনি রাজনীতি করেন না, সাধারণ মানুষের পক্ষে কথা বলতে গিয়ে তাকেও আজ তিন বছরের সাজা দেয়া হয়েছে। আমরা এই মিথ্যা মামলার প্রতিবাদ জানাই। আমরা এই দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমরা দেশের মানুষের ভালোর জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছি।


Post a Comment

0 Comments