শিমরাইলে পুলিশ-বিএনপি সংঘর্ষে দুই চোখে গুলি লাগা শহীদুল ইসলাম ওরফে টিটুর চিকিৎসার দায়িত্ব নিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি মুহাস্মদ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
সোমবার (৭ আগস্ট) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন নিজেই।
শহীদুল ইসলাম ওরফে টিটু নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, পুলিশের গুলিতে শহীদুল ইসলাম টিটুর দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। ডান চোখে ঝাপসা দেখতে পেলেও বাঁ চোখে কিছুই দেখতে পাচ্ছেন না। তাই টিটুর উন্নত চিকিৎসার জন্য সকল ব্যয় আমি ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন নিয়েছি।
গত ২৯ জুলাই অবস্থান কর্মসূচি পালনের চেষ্টাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ নেতা-কর্মী আহত হন। পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে অর্ধশতাধিক রাবারের বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম পুলিশের ছোড়া ছররা গুলিবিদ্ধ হন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাঁর দুই চোখ, বুকে, ঘাড়ে এই গুলি লাগে।
রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর তিনি ডান চোখে ঝাপসা দেখতে পেলেও বাঁ চোখে কিছুই দেখতে পাচ্ছেন না।
0 Comments