বন্দরে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে যুবক আহত; গ্রেফতার-২




নারায়ণগঞ্জ বন্দরে পূর্বশত্রুতার জের ধরে কিশোর গ্যাং লিডার অপূর্ব ও তার সাঙ্গপাঙ্গদের হামলায় সাজ্জাদ(১৯) নামের এক তরুন আহত হয়েছে। গত ৪ঠা আগষ্ট রাতে বন্দর থানাধীন স্কুলঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।  এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অপূর্ব ও শান্ত নামে ২জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।  আহত সাজ্জাদ মদনগঞ্জ পিএম রোড এলাকার সাইদুল ইসলামের ছেলে। এব্যাপারে বন্দর থানায় ১০জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী'র বাবা। যার নং- ৮(৮)২৩ইং। 


আসামীরা হলেন, বন্দরের আলীনগর এলাকার খোকন মিয়ার ছেলে অপূর্ব(১৯), চৌদ্দ কোয়ার্টার এলাকার শান্ত(১৯), বাবুপাড়া এলাকার শ্রী সৌরভ(২০), মোঃ সোহান (২১), তুলশী (১৯), রিপন(২০), রুপালি আবাসিক এলাকার আবু সাইদ(২০), মানিক(১৯), লামিম(১৯) ও মহসিন(২০)। 


জানা গেছে, প্রায় বছর খানেক যাবৎ মদনগঞ্জ পিএম রোড এলাকার সাজ্জাদের সঙ্গে আলীনগর এলাকার অপূর্বের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিলো। এরই জের ধরে সাজ্জাদ গত শুক্রবার রাতে বন্দর স্কুল ঘাট হয়ে বাড়ি ফেরার পথে অপূর্ব ও তার সাঙ্গপাঙ্গরা তাকে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় সাজ্জাদ এতে বাধা দিলে অপূর্ব ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা সিজার/ছুরি দিয়ে সাজ্জাদের কোমড়ে উপুর্যুপরি আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে উল্লেখিত আসামিরা তাকে লাঠিসোঁটা দিয়ে পেটাতে থাকে।  এসময় সাজ্জাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামীরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে।  পরে তাকে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়। তবে তিনি এখন আশংকামুক্ত রয়েছেন বলে জানা গেছে। 


আসামী অপূর্ব'র ভাষ্যমতে, ৩ মাস পূর্বে সাজ্জাদ তাকে কুপিয়ে আহত করেছিলো তার জের ধরেই এই হামলা। 


অপরদিকে অপর আসামী শান্ত'র পরিবারের দাবি,  শান্ত এ হামলার সাথে জড়িত নয়। সে মানসিক ভাবেও অস্বাভাবিক। সেদিনের ঘটনায় সে শাক্ষি হিসেবে অপূর্বের নাম বলায় অপূর্ব পরিকল্পিতভাবে তাকে ফাঁসিয়েছে। 


এ মামলায় অপর আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

Post a Comment

0 Comments