জাতীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় - অধ্যাপক সৈয়দ বেলায়ত হোসেন



মুহাঃ হাসান আহমেদ স্টাফ রিপোর্টার 


ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী সাংগঠনিক সম্পাদক বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক সৈয়দ বেলায়ত হোসেন বলেছেন, সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো যেনতেন নির্বাচন দিয়ে পেছনের দরজা দিয়ে পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। এজন্য বিরোধী দলের কর্মসূচিকে বানচাল করে দিতে নানামুখি চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। বিএনপিসহ বিরোধী দলের নেতৃবৃন্দের উপর আওয়ামী লীগ ও পুলিশের যৌথ হামলা প্রমাণ করে সরকার ক্ষমতা হারানোর ভয়ে বেশামাল হয়ে পরেছে। 


তিনি আরো বলেন, বিরোধী দলের উপর দমন-পীড়ন চালিয়ে সরকার পতন ঠেকানো যাবে না, বিরোধী দলের নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে পাল্টা কর্মসূচি দিয়ে অশান্তি ও সংঘাত সৃষ্টি করছে। বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ প্রোগ্রামে প্রশাসনিক বাধা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


এটা ক্ষমতাসীন সরকারের জন্য নৈতিক ও রাজনৈতিক পরাজয়। ক্ষমতার মোহে অন্ধ হয়ে কী করছে তারা সেটা বুঝতেও পারছেনা, তাই আসুন সংঘাত নয় জাতীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দেশকে সংঘাত মুক্ত রাখুন।


ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম এর উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


অদ্য-২৫ আগস্ট ২৩ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় বন্দর দাসেরগাঁও জোনাকি কমিউনিটি সেন্টারে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম এর সংগ্রামী সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবুল হাশেম এর সভাপতিত্বে ,সেক্রেটারি মুহাম্মদ আব্দুল হক এর সঞ্চালনায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন ২৩ অনুষ্ঠিত হয়। 


প্রধান বক্তার বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মুহাম্মদ মাসুদ বিল্লাহ বলেন দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতির কারনে দেশের সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে তাদের এসব সিন্ডিকেট বন্ধ করুন, অনতিবিলম্বে দ্রব্যমূল্যের গতি রোধ করুন, দেশের শান্তি বজায় রাখুন, অন্যথায়  ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমীর হযরত পীর সাহেব চরমোনাই যেকোন কর্মসূচি তৃণমূলের সকল জনশক্তি, নেতাকর্মীরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও আপনাদের সিন্ডিকেট বন্ধ করবে ইনশাআল্লাহ । 


বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ সভাপতি গিয়াসউদ্দিন মুহাম্মদ খালিদ বলেন, শান্তি সমাবেশের নামে আওয়ামীলীগ এর সহোযোগী সংগঠনের সন্ত্রাসী বাহিনীরা মানুষ হত্যা করেছে, তাদের নাশকতার শিকার হয়ে যাত্রাবাড়ী বড় মাদ্রাসার ছাত্র হাফেজ রেজাউল করিম কে অন্যায় ভাবে নিহত করেছে,অনতিবিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনুন, তা নাকরলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।


উক্ত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল আলম,দ্বীনি সংগঠন বন্দর থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইয়াছিন সিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম এর সহ সভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুন,

অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাওলানা কারী আবু সাঈদ,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইমাম হোসেন,যুব আন্দোলনের সভাপতি রাকিব হোসেন ইসমাইল, ছাত্র আন্দোলনের সভাপতি এম জাহিদুল ইসলাম। 


আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

Post a Comment

0 Comments