সবার দৃষ্টি সদর থানায় মহানগর ছাত্রদলের ইউনিট কমিটি গঠনের গুঞ্জন মহানগর ছাত্রদলের ইউনিট কমিটি গঠনে শুরু হয়েছে আলোচনা


 

চলতি বছরের ২৬ জানুয়ারি নারায়ণগঞ্জ মহানগন ছাত্রদলকে সুসংগঠিত করতে ৬ সদস্য বিশিষ্ট মহানগর ছাত্রদলের কমিটির অনুমোদন দেওয়া হয়। যেখানে সভাপতি করা হয়েছে রাকিবুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক রাহিদ ইস্তিয়াককে। কমিটির দায়িত্ব দেওয়ার পর বলা হয়েছিল ৩ মাসের মধ্যে সকল ইউনিটের কমিটি গঠন করতে কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে নিতে যেন ক্লান্ত।  হবেইবা না কেন একের পর এক কর্মসূচিতেই আটকে আছি বিএনপি ও এর অঙ্গসংগঠন। মহানগর বিএনপির সহযোগী সংগঠন মহানগর ছাত্রদলের হাতকে আরো শক্তিভাবে গড়ার লক্ষে অতি শীঘ্রই আসছে মহানগর ছাত্রদলের আওতাধীন ৭টি ইউনিটে কমিটি। যাদের দ্বারা আন্দোলন সংগ্রাম আরো বেগভান হয়ে উঠবে।

সদর থানা ছাত্রদলের সভাপতি হিসেবে আলোচনায় রয়েছে মালিক মুত্তাকি, মো.জিদান, , রবিন সরকার পায়েল, মোহাম্মদ সিমান্ত,আর সাধারণ সম্পাদক হিসেবে,  মৃদুল হোসেন জয়, আব্দুল্লাহ আল-মামুন সাদিক, আশরাফ খান,অনিক,মো.মাসুদ, আব্দুল্লাহ জহির।

বন্দর থানা ছাত্রদলের সভাপতি আলোচনায় রয়েছে রোমান, আল-আমিন, সাইফুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক হিসেবে আশরাফুল জামান তন্ময়, আশিকুল ইসলাম আসিফ।

বন্দর উপজেলায় নাম সভাপতি হিসেবে নাম শোনা যাচ্ছে, সাবিক মুহাম্মদ রাইয়ান, রাশেদুল ইসলাম রামিম ভূঁইয়া সাধারণ সম্পাদক হিসেবে নাম শোনা যাচ্ছে, আব্দুল্লাহ আল-মামুন, আকাশ বাছির, আপন প্রধান। এদের দ্বারা আগামীতে মহানগর ছাত্রদলের আওতাধীন ইউনিটগুলো আরো সুসংগঠিত হয়ে উঠবে। এদের মধ্যে সকল নেতাকর্মীরই আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। এদের মাধ্যমে আগামীতে আন্দোলন সংগ্রাম বেগভান হয়ে উঠবে।

মহানগর ছাত্রদলের আওতাধীন ৭টি ইউনিট ছাত্রদলের কমিটি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। 

বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি হিসেবে আলোচনায় শোনা যাচ্ছে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী হিরা, মো: রাজু,আরো রয়েছে শাহাদাত হোসেন রনি, মো. আরিফ সাধারন সম্পাদক হিসেবে আলোচনায় নাম শোনা যাচ্ছে আশারাফুল, আহসান হাবিব তন্ময়, হাসিবুল হাসান আকাশ।

 নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সিদ্দিরগন্জ ও বন্দর এলাকার বাসিন্দা হওয়ায় সকলের দৃষ্টি এখন নারায়ণগঞ্জ সদর থানার দিকেই। 

নারায়ণগঞ্জের রাজনীতি কেন্দ্রবিন্দু শহর।শহর ছাত্রদল কমিটি গঠন এখন গুরুত্বপূর্ণ অবস্থান বহন করে।

বর্তমানে সদর থানা ছাত্রদলের আহবায়ক কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম এবং সদস্য সচিব লিংরাজ খানের ঐক্যবদ্ধতায় দীর্ঘ ১৮বছর পরে প্রতিটা ইউনিট কমিটি গঠন করে  শহর ছাত্রদলকে গতিশীল,শক্তিশালী করেছেন।

সদর থানা ছাত্রদলের আহবায়ক এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ,কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম নিজের শক্তির জানান দিয়ে রাজপথে সাহসী ভূমিকা পালন করে  দলের এবং নেতাকর্মীদের প্রশংসা  কুড়িয়ে দলের আস্থা অর্জন করে সফল। 

তাই ভবিষ্যতে সদর থানা কমিটি গঠন হবে নারায়ণগঞ্জ ছাত্রদলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যলেন্জিং। সদর থানা ছাত্রদলের আহবায়ক কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম বলেন জুনিয়ররা এগিয়ে আসবে নতুন কমিটি হলে ওই দল অনেক শক্তিশালী হবে এবং গতিশীল হবে নতুনদের জন্য অনেক অনেক শুভ কামনা। 


Post a Comment

1 Comments

  1. নারায়ণগঞ্জ সদরথানা ছাত্রদল এর সভাপতি হিসাবে আলিফুল ইসলাম সীমান্ত কে দেখতে চাই

    ReplyDelete