শনিবার ৫ আগস্ট থাইল্যান্ডের একটি হাসপাতালে অস্ত্রপাচার করা হবে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের। তাঁর অস্ত্রপাচার সফল এবং দ্রুত সুস্থ্যতা কামনা করে কোরআন খতম, খতমে খাজাগান ও দোয়া ইউনুস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৪ আগস্ট বাদ আসর নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে উক্ত দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া এমপি সেলিম ওসমানের সুস্থ্য কামনা সহ প্রয়াত সাংসদ নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনা করা হয়।
দোয়ার পূর্বে নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন সকলের উদ্দেশ্যে বলেন, এমপি সেলিম ওসমান আল্লাহকে খুশি করার জন্য বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করে থাকেন। এই মাদ্রাসাটির উন্নয়নে দান করেছেন। এছাড়াও এই মাদ্রাসার ভেতরেই এতিমদের জন্য একটি এতিমখানা ভবন নির্মাণ করে দিচ্ছেন। যেটি সম্পূর্ন উনার নিজের ফার্মের গুরু বিক্রির টাকা। এ বছর কোরানী ঈদে তিনি ৪ কোটি ৩৫ লাখ টাকার গরু বিক্রি করেছেন। যার পুরো টাকাই তিনি ভবন নির্মাণ সহ এতিমদের লেখাপড়ার ব্যবস্থা করতে ব্যয় করবেন। এমন একজন মানুষের জন্য আজকে আমরা সকলে আল্লাহর দরবারে হাত তুলেছি। আগামীকাল উনার একটি অপারেশন হবে এবং আগামী ১০ আগস্ট আরো একটি অপারেশন হবে। উনার অপারেশন যেন সফল ভাবে সম্পন্ন হয় এবং আল্লাহ যেন দ্রুত উনাকে সুস্থ্য করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
দোয়ায় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা বদরুল আলম, আলহাজ্ব মুফতী রবিউল আউয়াল, আলহাজ্ব হাফেজ শরীফুল্লাহ শাহীন, হাফেজ শহিদুল্লাহ, আমিনুল হক, আলহাজ্ব সোহরাব আলী, মো: আমিনুল, আমির হোসেন, এনায়েত উল্লাহ, হাফেজ জহিরুল ইসলাম সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা।
0 Comments