কাশিপুর মুসকান টাওয়ার ও মুসকান মটরস এর মালিক মোঃ স্বপন হোসেন এর সরকারি খাল দখল করে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ, পরিকল্পিত বিস্ফোরণের সুষ্ঠ তদন্তের দাবি, ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর ক্ষতিপূরণ ও অভিযুক্তের বিচার দাবিতে এলাকার বাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন এ বক্তারা বলেন এলাকার মানুষ যে ক্ষতি পুরন হয়েছে অভিযুক্ত হলেও এখনো প্রশাসন এখনো নির্বাক প্রশাসন এখন এই বিস্ফোরণ টা কিসের জন্য তা তদন্ত করে প্রকাশ করেনেই।আমরা চাই এই বিস্ফোরণ এর কেনো বিস্ফোরণ হলো এটা তদন্ত করে প্রকাশ করা হউক, এবং এই বিল্ডিংটি বিস্ফোরণ এর পরপরই বিল্ডিংটি ফায়ারসার্ভিস থেকে ঝুকিপূর্ণ ঘোষনা করা হয়েছে, ঝুকিপূর্ণ ঘোষনার পরও এই ভবনের আশেপাশে অনেক বাড়ি রয়েছে, কেন এই ভবন ভাঙা হলো না আমরা এটাও জানতে চাই, স্বপন মিয়ার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে গত দুই তারিখ এই মামলাটি হয়েছে অথচ প্রশাসন এখন পযন্ত কাউকে গ্রেফতার করতে পারেনেই,আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে আজকে মানববন্ধন থেকে আমরা প্রশাসনকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিলাম, ২৪ ঘন্টার মধ্যে প্রধান অভিযুক্ত আসামী স্বপনকে গ্রেফতার করা হউক এবং এলাকাবাসী যে সকল ক্ষতি হয়েছে সব কিছুর ক্ষতি পুরন অনাদায়ে পুরন করা হউক, এই দাবী আমাদের সকলের, অন্যথায় আমরা এলাকাবাসী সবাইকে নিয়ে ঢাকা মুন্সিগঞ্জ মহাসড়ক অবরোধ এর মত কঠিন কর্মসুচি দিতে বাধ্য থাকবো।
মানববন্ধন এ উপস্থিত ছিলেন ফকির মেম্বার, আবুল হোসেন, আনোয়ার মুন্সি, সিরাজুল ইসালম দেওয়ান, হাজী সৈয়দ মোঃ সেলিম, হাজী মোঃ শাহ-আলম, জহিরুল ইসলাম দেওয়ান, সিরাজুল ইসলাম, তাহের দেওয়ান, সেলিম ভুইয়া, রফরফ মটরসের মালিক রায়হান, নয়ন দেওয়ান, শাহজাহান, সুমন, রাসেল, মাসুদ, সলিম টাওয়ার, কামাল কাজী, সেলিম চৌধুরী, রনিক কাজী, রুবেল, ঝুম্মান, আলী হোসেন, ও এলাকার মুরুব্বী ও মহিলাগন
0 Comments