বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জস্থ হিরাঝিল এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সদস্য কাজী মনিরুজ্জামান মনির, আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বেগম খালেদা যদি জনপ্রিয় না হতেন তাহলে মিথ্যা মামলায় বর্তমান সরকার তাকে কারাগারে বন্দী রাখতেন না। কারাগারে বন্দী রেখে অসুস্থ হয়ে যাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা সৃষ্টি করতেন না। তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। পাঁচটি আসনে কয়েকবার নির্বাচন অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়ী হয়েছেন। অন্য কোনো দলের নেতা নেত্রী একাধিক আসনে জয়ী হতে পারেন নাই।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সেই নেত্রী জনগণের পক্ষে আন্দোলন সংগ্রাম করে আপোসহীন নেত্রী উপাধি পেয়েছেন। তিনি কখনও আন্দোলন সংগ্রামে আপোস করেন নাই। এই স্বৈরাচারী তার সমস্ত অধিকার হরণ করেছে। দিন বেশি দূরে নাই। আপনাদের বিদায়ের ঘণ্টা বাজছে। নেত্রীকে মুক্তি দিতে হবে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এটা শুধু আমাদের দলের দাবি না এটা দেশের অধিকাংশ মানুষের দাবি। নেত্রীর কথা শুনলে মানুষ চোখের পানি ফেলে বর্তমান সরকারের প্রতি ঘৃণা প্রদর্শন করেন।
গিয়াস বলেন, আমরা গর্বিত আমাদের নেত্রী দেশের সবচেয়ে বেশি জনপ্রিয়। সূদুর বিদেশ থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন যাকে দেশে আসতে দেয়া হচ্ছে না তিনিও হচ্ছেন সবচেয়ে জনপ্রিয়। আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি। আমাদের আন্দোলনে সারাদেশের মানুষ রাজপথে নেমে আসে। অবিলম্বে নেত্রীকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। সময় ঘনিয়ে এসেছে এরপরে আপনারা মুক্তি দেয়ার সুযোগ পাবেন না। এদেশের মানুষ নেত্রীকে মুক্ত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, সদস্য সচিব মশিউর রহমান রনি, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
0 Comments