এ যেনো এক হামিলনের বাশিওয়ালা যার ডাকে মাত্র কয়েক ঘন্টায় লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত হয়ে যায় তিনি আর কেউ নন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদসদস্য একে এম শামীম ওসমান। ১৬ তারিখ জনসভায় এমনই এক নতুন ইতিহাস সৃষ্টি করবেন শামীম ওসমান মনে করছে তৃনমুল নেতাকর্মীরা।
সমাবেশের দিন ব্যাপক নেতাকর্মীদের সমাগম হবে বলে মনে করছেন নারায়ণগঞ্জবাসী। সমাবেশ থেকে ৪টি বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন শামীম ওসমান। সেই বার্তায় থাকবে নেতাকর্মীদের জন্য নির্বাচনের আগে পরে করনীয় বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা।
শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া রাইফেলস ক্লাবে দলের নেতাকর্মীদের সঙ্গে এক সভায় ঘোষণা দেন তিনি।
১৬ সেপ্টেম্বর দুপুরে নারায়ণগঞ্জের ২ নং রেলগেট এলাকায় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বিশাল মঞ্চ তৈরী করে হবে সমাবেশটি। সেখানে দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মঞ্চে থাকলেও তৃণমূলের সাথে সম্পৃক্ত নেতাকর্মীরা থাকবেন মঞ্চের সামনে।
মূলত সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন, দলের বিভেদ কাটিয়ে ঐক্য, দেশী বিদেশি ষড়যন্ত্র নিয়ে সতর্ক থাকা ও সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন বার্তা দেয়া হবে।
শামীম ওসমানের একাধিক সুত্রে জানা গেছে, সমাবেশে সকল অপশক্তির বিরুদ্ধে, স্বাধীনতার পক্ষে সকল দেশপ্রেমিক মানুষদের ঐক্যবদ্ধ হবার আহবানে, গণতন্ত্র ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি জামায়াত ২০১৩-২৪ সালে যে অগ্নিসন্ত্রাস করেছে, জ্বালাও পোড়াও করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করতে যে ষড়যন্ত্র করেছে এটার যেন পুনরাবৃত্তি না ঘটে, মানুষের জানমাল যেন ঠিক থাকে, গণতন্ত্র যেন হুমকির মুখে না পড়ে, দেশের অর্থনীতি যেন ভেঙ্গে না পড়ে, কোন অস্থিতিশীল পরিবেশ কেউ যেন সৃষ্টি করতে না পারে এজন্য দেশপ্রেমিক মানুষকে অপশক্তির বিরুদ্ধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার আহবান জানাবেন শামীম ওসমান। শুধু শহর নয় শহরের বাইরের ফতুল্লা, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সদরের নেতাকর্মীরা এতে ব্যাপকভাবে অংশ নেবেন বলে জানা গেছে।
0 Comments