গিয়াসউদ্দিন, খোকন এর নেতৃত্বে বিশাল শোডাউন করে চমক সৃষ্টি করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি


 বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয় বিএনপির আয়োজিত শোভাযাত্রায় বিশাল শোডাউন করে চমক সৃষ্টি করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নেতৃত্বে শোডাউনটি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, কাজী মনিরুজ্জামান মনির, সোনারগাঁ বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, মাসুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়াসহ বিভিন্ন অঙ্গসংগঠন ও ইউনিটের নেতাকর্মীরা।

এর আগে, শোভাযাত্রা শুরু হওয়ার আগে থেকেই বিএনপির নেতৃবৃন্দ জড়ো হতে থাকেন। এসময় তাদের হাতে ছিল নানা রঙ-বেরঙ্গের ব্যানার-ফেস্টুন। নেতাকর্মীদের স্লোগানে কম্পিত হতে থাকে ঢাকার রাজপথ। পুরো রাজপথ জেলা বিএনপির দখলে ছিল। এর আগে শোভাযাত্রাটি সফল করতে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয় জেলা বিএনপির নেতৃবৃন্দ। এদিন হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে বাজিমাত করেছে জেলা বিএনপি।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সকল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে কর্মসূচিটি সফলভাবে পালন করা সম্ভব হয়েছে। সেজন্য প্রথমেই দলের নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এক দফা দাবি আদায়ে আমরা এভাবে একের পর এক কর্মসূচি সফলভাবে পালন করে যাবো। যতো বাধাই আসুক আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না।

জেলা বি এন পির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন মানুষ এর জনস্রোত এ এই অবৈধ সরকার ভয় পেয়ে গেছে আমি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কর্মসুচি সফল করার জন্য নেতাকর্মীরা পাশে থাকলে ইনশাআল্লাহ এই অবৈধ সরকার কে পতন ঘটিয়ে আমরা দেশকে মুক্ত করবো।

উল্লেখ্য, জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর এটি ছিল জেলা বিএনপির ১১তম কর্মসূচি। এর আগে গত ১৭ জুন জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। যে সম্মেলনে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনকে সভাপতি এবং জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়। তাদের নেতৃত্বে আসার পর থেকেই বদলে যায় জেলা বিএনপির রূপ। এই সম্মেলনের পর জেলা বিএনপির নেতাকর্মীরা গত ১২ জুলাই মহাসমাবেশ, ১৮ জুলাই পদযাত্রা, ২০ জুলাই শোক র‌্যালি, ২৮ জুলাই মহাসমাবেশ, ২৯ জুলাই অবস্থান, ৩১ জুলাই গণসমাবেশ, ৪ আগস্ট বিক্ষোভ সমাবেশ, ১৬ আগস্ট খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল, ১৯ আগস্ট পদযাত্রা এবং ৩০ আগস্ট মৌন মিছিল কর্মসূচি পালন করে।

Post a Comment

0 Comments