জানা যায়, ঢাকায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের তিন গ্রুপ আলাদা আলাদা মিছিল করে। জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া আলাদা, সাধারণ সম্পাদক জোবায়ের জিকু সিনিয়র যুগ্ম সম্পাদক জাকারিয়া ভূইয়া
সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন এক সাথে ও সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ আলাদা শোডাউন করেছেন এদিন। তিনজনের মধ্যে নিয়মিত দূরত্ব থাকলেও বিগত সময়ে তা প্রকাশ্যে আসেনি। সর্বশেষ দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তা ফুটে উঠল।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান কারাগারে থাকলেও তার মুক্তির কোন দাবি করেনি জেলা স্বেচ্ছাসেবক দল। মাহবুবের অনুসারিদের মিছিলের জন্য বলাও হয়নি। তাদের বাদ দিয়ে আলাদা মিছিল করেছেন ভারপ্রাপ্ত আহবায়ক রফিকুল ইসলাম ভুঁইয়া ও সদস্য সচিব সালাহউদ্দিন সালু। এতে করে তাদের আসাংগঠনিক মনোভাব প্রকাশিত হয়। এতে করে মাহবুবের সমর্থকরা আলাদা মিছিল করে এদিন।
জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান ও সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব এদিন আলাদা মিছিল করেন। সেখানে সদস্য সচিব মশিউর রহমান রনিকে বলা হয়নি। এতে করে তাদের মিছিলে দেখা যায় অল্প লোকজন। অপরদিকে এতে মনক্ষুন্ন না হয়ে আলাদা বিশাল মিছিল করে রনি। তাদের মধ্যে রনি ছাড়া বাকিরা মিছিল করে র্যালিতে গিয়েই বাড়ী ফিরলেও রনি ছিলেন শেষ পর্যন্ত মাঠে।
মূলত দলের প্রতি অঙ্গ সংগঠনের নেতাদের এহেন দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রতিটি সংগঠনের আগামী দিনের রাজপথের সফলতা নিয়ে দলকে ভাবাচ্ছে। এ বিষয়ে দলের কেন্দ্রের নজরদারি প্রয়োজন বলে মনে করছেন নেতাকর্মীরা
0 Comments