জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে পুরোপুরি মাইনাস করে কর্মসুচি পালন করছে জেলা যুবদল, মুখে মিল আছে বললেও বাস্তবে কোন মিল নেই তাদের,রনি জেলা যুবদলের সদস্য সচিব হওয়ার পর ও আহবায়ক সাদেকুর রহমান সাদেক ও সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব এর নেতৃত্বে এখন চলছে জেলা যুবদল। তাদের এমন কর্ম কান্ডে ক্ষোভ প্রকাশ করছে নেতাকর্মীরা, গতকাল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থটা কামনায় দোয়া ও মিলাদ এর আয়োজন করে জেলা যুবদল সেইখানে আহবায়ক ও সিনিয়র আহবায়ক থাকলেও থাকেন নি সদস্য সচিব সাধারণ নেতাকর্মীরা মনে করেন তা হলে কি রনিকে মাইনাস করার চিন্তায় আছেন সাদেক সজীব এর,
মূলত দলের প্রতি অঙ্গ সংগঠনের নেতাদের এহেন দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রতিটি সংগঠনের আগামী দিনের রাজপথের সফলতা নিয়ে দলকে ভাবাচ্ছে। এ বিষয়ে দলের কেন্দ্রের নজরদারি প্রয়োজন বলে মনে করছেন নেতাকর্মীরা,কারন রনি রাজপথ থেকে উঠে আসা একটি উজ্জ্বল নক্ষত্র ছাত্রদল এর পর যুবদল এর হাল ধরেছেন সু সংগঠিত ভাবে, গোলাম ফারুক খোকন আর রনির নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা অনেক উচ্ছাসিত ছিলো প্রতিটি কর্মসুচি সফল ভাবে পালন করে আসছিলো যুবদলের নেতাকর্মীরা যখন গোলাম ফারুক খোকন জেলা বি এন পির সাধারণ সম্পাদক নির্বাচিত হন এরপর থেকেই রনি এককভাবে জেলা যুবদল সফল ভাবে কর্মসুচি পালন করে আসছেন,কিন্তু সেই রনিকে মাইনাস করতে উঠে পরে লেগেছে সাদেক ও সজীব, কর্মসুচি ঠিকই পালন করা হয় রাখা হয়না রনিকে।
0 Comments