সোহেল কবির, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ সেপ্টেম্বর বুধবার স্বর্গীয় কালাচান পালের বাড়ী দূর্গা মন্দিরে প্রার্থনা সভা শেষে মন্দির প্রাঙ্গণ শোভাযাত্রা নিয়ে
ঢাকা-সিলেট মহা সড়কের ভূলতা গোলচত্বর থেকে সাওঘাট এলাকা পর্যন্ত প্রদক্ষিন করে র্যালী ।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রূপগঞ্জ উপজেলা সভাপতি গনেশ চন্দ্রপাল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য সীমা রাণী পাল শীলা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রূপগঞ্জ উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমাকান্ত সরকার, সমাজ সেবক অধ্যাপক ডাঃ শ্যামল সরকার, ভোলাবো ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি বাদল দাস চৌধুরী, রূপগঞ্জ উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি বাবুল চন্দ্র সীল, আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম রানা প্রমুখ।
পরে হিন্দু ধর্মাবলম্বীর শিশু নারীসহ হাজার হাজার ভক্তবৃন্দ শোভাযাত্রায় অংশ নেয়।
0 Comments