মুন্না আহমেদ বলেন, স্বাধীনতার ৫২ বছর পরও দেশে স্বাধীনতার পক্ষ ও বিপক্ষ থাকে। আর যদি দেশের বড় রাজনৈতিক দল স্বাধীনতার বিপক্ষ শক্তিকে সহযোগিতা দেয় সেই দেশকে এগিয়ে নেওয়া সহজ নয়।
এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভব করেছেন। সারাদেশের মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পৌঁছে গেছে, ভালোবাসা পৌঁছে গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন দৃঢ় গণতন্ত্রে পরিণত হচ্ছে। বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু অতীত নন, তিনি আমাদের বর্তমান। আমাদের নেতা শামীম ওসমান ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল ভাই এর নির্দেশ এর অপেক্ষায় আছি আমরা কাশিপুর ইউনিয়ন যুবলীগ তাদের দিক নির্দেশনা পেলে কাশিপুর থেকে এই স্বাধীনতার বিপক্ষের শক্তিরদের কে আমরা দমন করবো।
বিএনপির সমালোচনা করে মুন্না আহমেদ বলেন, ভোট চুরি করে খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনীদের সংসদে বসায়। বিএনপির আমলে দেশ বার বার দুনীতিতে চাম্পিয়ন হয়। হাওয়া ভবন সৃষ্টি করে দুনীতি রাজত্ব কায়েম করে। জিয়া মানি ইজ নো প্রবলেম তার পরিবারের জন্য মানি ইজ প্রবলেম হয়ে দাঁড়ায়। তারা দুনীতিতে নিমজ্জিত হয়ে পড়ে। সন্ত্রাসের রাজনীতি কায়েম করে। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তার ছেলে ২১ আগস্ট গ্রেনেড হামালার সঙ্গে জড়িত। এ পরিবারের সবাই খুনী।
0 Comments