পূজা মন্ডপে সোহাগ রনির খাদ্য সামগ্রী উপহার



স্টাফ রিপোর্টারঃ- জিহাদ হোসেন 



 নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সোহাগ রনির উদ্যোগে মোগড়াপাড়া ইউপি'র ৮ টি পূজা মন্ডপে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। 

২১ অক্টোবর( শনিবার) সকালে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে  মোগড়াপাড়া ইউনিয়নের  ৮ টি পূজা মন্ডপে  সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রতি মন্ডপে মন্ডপে ৫০ কেজী,পোলাও চাল,১৫ কেজী ডাল,ও ৫ লিটার করে উপহার হিসেবে প্রতিটি পুজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন   

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হাজী শাহ মো: সোহাগ রনি। 

   হিন্দু ধর্মাম্বালীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মোগরাপাড়া ইউনিয়নে এ কর্মসূচী পালন করা হয়। 


এ সময় প্রধান অতিথির বক্তব্য  সোহাগ রনি বলেন, শারদীয় দূর্গাপুজার জন্য সোনারগাঁ উপজেলায় ৩৩টি পূজা মন্ডপ রয়েছে । তার মধ্যে আমাদের মোগরাপাড়ায় রয়েছে ৮টি পূজা মন্ডপ। যেহেতু দূর্গাপুজা সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। তাই প্রতি বছরই ধর্ম বর্ণ নির্বিশেষে পূজা উপলক্ষে মোগরাপাড়া ইউনিয়নের প্রত্যেক পূজা মন্ডপে খাদ্য সামগ্রী বিতরণ করি। এবারো আমার নিজ উদ্যোগে পূজা উদযাপনের জন্য ৮টি পূজা মন্ডপে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। পূজা কমিটির উদ্দেশ্যে বলেন, আপনারা শান্তি পুর্ন ভাবে দূর্গাপূজা উদযাপন করবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষনিক নিরাপত্তা রক্ষায় আপনাদের পাশে সব সময় থাকবে। পূজা মন্ডপে কোন বিশৃঙ্খলা দেখা গেলে সাথে সাথে পুলিশকে জানাবেন।

৮টি মন্ডপে খাদ্য সামগ্রী ও অনুদান গ্রহণ করেন, শ্রী শ্রী গৌরনিতাই আখড়া মন্দিরের সভাপতি শ্রী লোকনাথ দত্ত ও সেক্রেটারি শ্রী রামপ্রসাদ দত্ত, কাবিলগঞ্জ মঙ্গলদ্বীপ যুব সংঘ দূর্গপূজা কমিটির সভাপতি লিটন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রাজু চন্দ্র দাস, কাঁমারগাঁও শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসব কমিটির সভাপতি শ্রী সুমন দত্ত, আশ্রাবদী যুব সংঘ সার্বজনীন দূর্গা পূজা কমিটির সভাপতি সজিব দাস, সাধারণ সম্পাদক সৎকুমার দাস, ভৈরবদী শ্রী শ্রী দূর্গা পূজা উদজাপন কমিটির সভাপতি শ্রী অনুকুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী ভক্ত চন্দ্র দাস, শ্রী শ্রী সাধু বাবু সম্ভুনাথ ব্রহ্মচারী আশ্রম পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বিশ্বনাথ দও, সাধারণ সম্পাদক শ্রী হরি চন্দ্র দাস, বাগবাড়ী পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী মাধব চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শ্রী অনুকুল রাজ বংশী।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি হাজী শাহ জামাল তোতা মেম্বার, সৈয়দ হোসেন প্রধান, বীর মুক্তিযোদ্ধা সাফি রহমান,আলমগীর হোসেন,সহ বিভিন্ন পূজা মন্ডপের ব্যক্তি বর্গ।

Post a Comment

0 Comments