ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে অয়ন ওসমান এর নিন্দা


 নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদ ও তীব্র নিন্দা  নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদসদস্য শামীম ওসমান এর  এর পুত্র জেড এন আইটি স্যালুশন’ এর সত্ত্বাধিকারী ও ওসমান পরিবারের সন্তান ইমতিনান ওসমান অয়ন।

 তিনি ফিলিস্তিনির মুসলিম জনগণের পক্ষে অবস্থান নিতে সমগ্র মুসলিম জাহানের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নারায়ণগঞ্জের সকল মুসলমান ভাইয়েরা যেন রাজপথে অবস্থান করে নিন্দা জানানোর জন্য অয়ন ওসমান  সকল মুসলমানের প্রতি অনুরোধ করেন। এছাড়া ইসরায়েলের সব ধরনের পণ্য সামগ্রী বর্জনেরও আহবানও করেন তিনি। 

শনিবার (২১অক্টোবর) অয়ন ওসমান  এক প্রতিবাদ লিপিতে সমগ্র মুসলিম জাহানের প্রতি এমন আহবান করেন। 

নিন্দা ও প্রতিবাদ লিপিতে অয়ন ওসমান বলেন, ফিলিস্তিনে চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরায়েল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। আর ইসরায়েলের সব ধরনের পণ্য সামগ্রী বর্জনের দাবি তোলা হয়।

এছাড়া ফিলিস্তিনের হাসপাতালে বর্বরোচিত হামলার দিনটিকে বাংলাদেশে মুসলিম গণহত্যা দিবস পালন করতে বাংলাদেশের সরকারকে অনুরোধ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনের শোক পালন করেন এবং তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অয়ন ওসমান  আরো বলেন, আমরা তো মুসলিম  ফিলিস্তিনের মুসলমানের ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যা করছে তা আমরা চোখে দেখে সহ্য করতে পারছি না। আল্লাহর কাছে ফরিয়াদ করছি জালিম ইসরায়েলের নির্যাতন থেকে মুসলমান রাষ্ট্র ফিলিস্তিনের জনগনকে যেন রক্ষা করেন।

Post a Comment

0 Comments