সোনারগাঁয়ে মান্নান,দিপু,,খোকন, স্বপন সহ ১৬৫ জনের নামে মামলা


 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপির ৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। 

সোমবার (৩০ অক্টোবর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। 

জানা যায়, কাঁচপুরে ককটেল বিস্ফোরণ, সড়কে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রূপগঞ্জের মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা বি,এন,পির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন সহ ৮৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ৭০/৮০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করা হয়। ২৮ অক্টোবর রাতে কাঁচপুরে বিএনপি নেতারা এ ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব জানান  সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) মুহিবুল্লাহ বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় এজাহারনামীয় আসামিদের ধরতে পুলিশ কাজ করছে। 

Post a Comment

0 Comments