দ্বাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে ফের নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বরাবরের মতো এবারও তিনি নারায়ণগঞ্জের উন্নয়নে নিজেকে বিলিয়ে দেওয়ার কথা বলেছেন।
পাশাপাশি নির্বাচন ঘিরে বেশ কিছু আশঙ্কাও ঘিরে ধরেছে তাকে। শামীম ধারণা করছেন আগামী ১৫ দিন কিছু নির্মম ধ্বংসাত্মক কর্মকাণ্ডের চেষ্টা হবে।তাই সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে সংবাদ সম্মেলন করেন শামীম ওসমান।
মামুন মাহমুদ প্রসংগে শামীম ওসমান বলেন, আমাদের বিএনপির তৎকালীন সভাপতি ছিলেন মামুন মাহমুদ। প্রফেসর মানুষ। এই যে কয়দিন আগে যিনি সভাপতি হলেন তিনি সভাপতি হবার আগে পল্টনে একটি যায়গায় তাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হলো। নারায়ণগঞ্জের সাবেক এমপি গিয়াসউদ্দিন ও তার ছেলে রিফাত নাকি হামলাকারীদের ঢাকায় গিয়ে দেখিয়ে দিয়েছেন এটি মামুন মাহমুদ। অনুসন্ধানে দেখা গেছে নারায়ণগঞ্জের ওই সাবেক সাংসদের ছেলে তাকে দেখিয়ে দিয়েছে মারা জন্য। এটা প্রকাশ না হলে আরেকটা ত্বকী হত্যাকান্ড ঘটিয়ে আমাদের ফাঁসানের চেষ্টা করা হত।
হরতাল অবরোধ এ বি,এন,পি নেতাকর্মীরা বাড়ি ঘর ছাড়া মামলা হামলার ভয়ে এইদিকে মামুন মাহমুদ এর নেতাকর্মীরা মহাসড়ক এ অবরোধ হরতাল সমর্থন এ মিছিল পিকেটিং করছে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে, নেতাকর্মীরা বলেন তাইলে কি মামুন মাহমুদ আওয়ামিলীগ এর এজেন্ট হিসাবে কাজ করছে, শামীম ওসমান এর মত একজন প্রভাবশালী সংসদ সদস্য কিভাবে তার পক্ষে কথা বলে, এতেই কি অনেক কিছু পরিষ্কার হয়ে যায়না।
0 Comments