আবু মোহাম্মদ মাসুম গ্রেফতার এর প্রতিবাদ জানিয়েছেন জেলা বি এন পি


জেলা বি এন পির সভাপতি গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এক প্রেস বিজ্ঞপ্তিতে  বলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম ও রূপগঞ্জ উপজেলা জিয়ামঞ্চের সভাপতি জজমিয়াকে আইনশৃঙ্খলারক্ষী বাহিনী কর্তৃক গ্রেফতার করে মিডিয়ার সামনে অপরাধীর ন্যায় উপস্থাপন করায় জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। রাজপথের এসকল ত্যাগী নেতাদের গ্রেফতার করে গণমানুষের আন্দোলন দমানো এখন প্রায় অসম্ভব৷ প্রাতিবাদী কমেঠস্বরগুলোর কণ্ঠ চেপে ধরলেই ইতিহাস অপরাধীকে ক্ষমা করেনা। এটা নূন্যতম রাজনৈতিক জ্ঞানের বিষয় এর জন্য বিস্তর জ্ঞানের প্রয়োজন নেই। 

সরকার ক্ষমতা নিজের কুক্ষিগত রাখতে যেভাবে দমন পীড়ন চালানোর দরকার তার সব পন্থার সর্বোচ্চ ব্যবহার করছেন। তারা অত্যাচার ও মানুষ হত্যার এক ভয়ংকর খেলায় মেতে উঠেছে। যার ফলাফল কখনোই গণতন্ত্রে ভালো কিছু বয়ে আনেনি আর ভবিষ্যতেও আনবেনা। তাছাড়া সরকারীদল রাষ্ট্রীয় বাহিনীকে তাদের দলের একটা অঙ্গ এবং সহযোগী সংগঠনের ন্যায় ব্যবহার করে চলেছেন। এবং এসকল অপকর্মে তাদের সহযোগীতা করছে তাঁদেরই হাতে তৈরি করা দলীয় ক্যাডাররা। তাদেরকে সরকার বিভিন্ন প্রক্রিয়ায় প্রশাসনে দেশের সকল ইতিহাস ভেঙ্গে নিয়োগ দিয়েছেন তাদের রক্ষাকর্তা হিসেবে। এভাবে চলছে বিগত একযুগেরও বেশী সময় ধরে। কারণ সরকার তাদের কৃত অপকর্মে শাস্তির মুখোমুখি হওয়ার ভয়ে ক্ষমতা ছেড়ে দিতে নারাজ। তারা জনগণের ক্ষমতায়নে তথা গণতন্ত্রে বিশ্বাসী না। 

আইনশৃঙ্খলায় নিয়োজিত কিছু দুষ্কৃতিকারী তথা রাষ্ট্রীয় সন্ত্রাসীদের আবারো মনে করিয়ে দিতে চাই আপনারা আমাদের নেতাকর্মীদের বাড়ীবাড়ী গিয়ে গ্রেফতার, তল্লাশির নামে বাড়ীতে থাকা স্ত্রী-মা-বোনদের সাথে অসভ্য ও খারাপ আচরণ, হামলাভাংচুর-লুটপাট করে চলেছেন ও এসব অন্যায় করেমকান্ডে সরকারীদলের সন্ত্রাসীদের সহযোগীতা করার বিষয়গুলো মাথায় রাখবেন। আপনাদের উচ্চপদস্থ কোন কোন কর্তাদের মধ্যে হয়তো কেউ কেউ দেশ ছেড়ে পালাবে, আপনাদের তো দেশে থাকতে হবে। আইনের শৃঙ্খলা থেকে আপনাদের রক্ষা করবে কে? আপনাদের আচার-আচরণে অসভ্যতার মাত্রা পাকহানাদার বাহিনীকেও ছাড়িয়েছে ইতিমধ্যে, সুতরাং বারো মাসই আপনাদের পৌষমাস থাকবে এমন ধারনা থেকে সরে আসুন। জনগণের পাশে দাঁড়াতে না পারেন চুপ থেকে নিরপেক্ষতার পরিচয় দেন। আপনারা চুপ থাকলে জনগণের রোষানলে সকল অপরাধীচক্র ভস্ম হয়ে উড়ে যাবে। 

আমরা আবু মোহাম্মদ মাসুম আটককৃত সক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি চাই ও এহেন হয়রানিমূল গ্রেফতার, হামলা, নাটকীয় মামলা দেওয়ার আগে কর্তৃপক্ষকে শেষবারের মতো ভাবতে বলবো। 



Post a Comment

0 Comments