স্টাফ রিপোর্টারঃ
সোনারগাঁয়ে নৌকার টিকেট পেতে ১৪ নেতার ফরম সংগ্রহ নৌকা আসলে কায়সার-দুলালকেই ভরসা করছেন তৃনমূল জনগন চায়ের দোকান থেকে শুরু করে পারা মহল্লায় এখন জল্পনা কল্পনা ও নানান হিসাব নিকাশ, সোনারগাঁয়ে কে হবেন দ্বাদশ জাতীয় সংসদের এমপি নৌকার নাকি লাঙ্গলের এনিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা বইছে সোনারগাঁয়ের রাজনীতি অঙ্গনে তৃনমূল বলছে নৌকা আসলে কায়সার ও দুলালই হতে পারে নারায়ণগঞ্জ -৩- আসনের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে ১৪ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গত রবিবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন-
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত,
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য এ এইচ এম মাসুদ দুলাল,
নারায়ণগঞ্জ জেলা আওয়াামী লীগের সাবেক সদস্য এডভোকেট হোসনে আরা বেগম বাবলি
উপজেলা আওয়াামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির ১নং সদস্য মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. আবু জাফর চৌধুরী বীরু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মনির হোসেন, আওয়ামী লীগের সমর্থক আনোয়ার হোসেন ও হাজী আব্দুল মতিন খান।
এছাড়াও, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত মোবারক হোসেনের ছেলে এরফান হোসেন দীপ, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটির সদস্য দীপক কুমার বনিক দীপু, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ও তার সহোদর সোনারগাঁও উপজেলার ভাইস চেয়ারম্যান মো. বাবুল ওমর বাবুসহ মোট ১৪জন আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যশী ফরম সংগ্রহ করেছেন।
0 Comments