বি,এনপির অবরোধ প্রতিরোধ করতে রাজপথে আজমেরী ওসমান ও অয়ন ওসমান


 সড়ক অবরোধ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিরোধে এইবার দুই ভাই ভিন্নভাবে শোডাউন দিচ্ছেন বিগত সময় এইভাবে দেখা যায় নেই।

প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান এর পুত্র আজমেরী ওসমান  ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদসদস্য শামীম ওসমান এর পুত্র তরুন প্রজন্মের আইডল অয়ন ওসমান পৃথকভাবে শোডাউন দেওয়াতে বি,এন,পি নেতাকর্মীদের মাঝে আতংক ছড়িয়ে পরছে, সাধারণ মানুষ যেনো শান্তিতে থাকতে পারে সেই জন্যই দুই যুবরাজ মাঠে নেমে পর্যবেক্ষণ করছেন। 

এই প্রসংগে আলহাজ্ব আজমেরী ওসমান বলেন টানা অবরোধ কর্মসূচীতে বিএনপি-জামাতের নেতাকর্মীরা অরাজকতা এবং অগ্নিকান্ড করে সন্ত্রাসী রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। আমরা সচেতন নাগরিক হিসেবে জনগনের পাশে দাঁড়িয়ে তাদের সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত করতে অবস্থান নিয়েছি। আমরা কোনভাবেই জননেত্রী শেখ হাসিনা সরকারের ভাবমুর্তি এবং উন্নয়নে বাধাকারীদের ছাড় দিবো না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এসব মানুষ হত্যাকারী, জ্বালা-পোড়াও করা অপরাধীদের পেলে পুলিশের কাছে তোলে দেয়া হবে,

অয়ন ওসমান বলেন  বি,এন,পি যদি জনগণের কথা চিন্তা করে তারা রাজনীতি করতো, তাহলে তারা জ্বালাও পোড়াও করতো না। তাহলে তারা নির্বাচনের প্রস্তুতি নিতো, এরা যদি রাজনীতি করতে চায়, রাজনীতি করুক। যেভাবে আওয়ামী লীগ করছে, সেভাবে করুক। সেটা হচ্ছে জনগণের সাথে থেকে। জনগণকে পাশে রেখে। গাড়ী পুড়িয়ে মানুষ হত্যা করে এদেশে কেউ ভবিষ্যত গড়তে পারেনি, সামনেও পারবে না। 

আপনারা নির্বাচনে আসেন, জনগণের আস্থা নিয়ে। জনবিচ্ছিন্ন কইরেন না নিজেদের। যদি নিজেদের বিরোধী দল হিসেবে দেখতে চান, যদি প্রকৃতি বিরোধী দলের দায়িত্ব পালন করতে চান, তাহলে জনগণের জন্য মাঠে নামুন। না হলে, এটা রাজনৈতিক পরিচয় হতে পারেনা। ভবিষ্যত প্রজন্মকে আপনারা নষ্ট করে ফেলছেন,। যারা ভবিষ্যতে দেশ গড়বে, তারা কি শিখবে আপনাদের কাছ থেকে? তারা কি শিখবে বিরোধী দল মানেই কি জ্বালাও পোড়াও করা? নাকি সরকারের ভুলটা সরকারকে ধরিয়ে দেওয়া। এখন এটাই হয়ে গেছে বড় প্রশ্ন।


Post a Comment

0 Comments