সংবাদটি আমার দৃষ্টিগোচর হলে গতকালেই (সোমবার) সংবাদটির প্রতিবাদ জানানো হয়
এবং মিথ্যা বানোয়াট উল্লেখ করা হয়, আজকে নারায়ণগঞ্জের একটি স্থানীয় পত্রিকায় ঐ সংবাদটি দেখার পর ধারনা হচ্ছে কোন একটি স্বার্থান্বেসি মহল আমাদের চলমান আন্দোলনে ভীত হয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করার হীন চেষ্টায় লিপ্ত হয়ে উঠেছে।
আমরা দৃঢ়তার সাথে সবাইকে জানাতে চাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারায়ণগঞ্জ জেলার সকল ওয়ার্ড, ইউনিয়ন এবং থানা কমিটিগুলি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে গঠিত হয়েছে।
দলের চলমান আন্দোলন সংগ্রামে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে যথাযথভাবে ভূমিকা পালন করে যাচ্ছে।
আন্দোলন করতে গিয়ে ইতিমধ্যে অনেক নেতা-কর্মী গ্রেফতার হয়ে কারাগারে আটক। প্রতিদিনেই মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন একজন নেতা গ্রেফতার হলে পরবর্তীজন দায়িত্ব পালন করে যাবে।
কাজেই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য এটাই নির্দেশনা, এর বাইরে কেউ কোন নির্দেশনা দিতে পারে না। বিএনপি’র চলমান আন্দোলন দেশের গণতান্ত্রিমনা মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।
এই আন্দোলনে বর্তমানে বিএনপি এবং এ’দেশের সমমনা দল সহ কৃষক, শ্রমিক, ছাত্র, জনতাসহ সর্বশ্রেণী পেশার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে।
দেশের অধিকাংশ মানুষ চাচ্ছে মুক্তিযোদ্ধের চেতনা এবং আদর্শের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আসন্ন নির্বাচন যাতে অবাদ, সুষ্ঠ, নিরপেক্ষ, অংশগ্রহনমূলক গ্রহনযোগ্য হয় সেই দাবী আন্দোলনের মাধ্যমে আদায় করতে।
তাই আমাদের দলের নেতা-কর্মী, সমর্থক যে যার অবস্থান থেকে গুরত্ব দিয়ে চলমান আন্দোলনকে লিয়ে যাবে।
একজন অপরজনকে সাহায্য-সহযোগিতা করে যাবে। দলের ঐক্য আন্দোলনের মধ্যদিয়ে দিন দিন
আরো সুদৃঢ় সুসংহত হচ্ছে। লক্ষ রাখতে হবে কারো কোন উস্কানী এবং সড়যন্ত্রে পা দেওয়া যাবে না।শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে, যতদিন না লক্ষ অর্জিত হয়। আল্লাহ্ আমাদের সহায়।
পরিশেষে আমি আদর্শিক পেশায় থাকা সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো দেশবাসীর ন্যায় সঙ্গতঅধিকার আদায়ের সংগ্রামে ক্ষতিগ্রস্থ হতে পারে এমন মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবেন এবং আদর্শিক পেশার আদর্শ সমন্নুত রাখবেন।
0 Comments