সদ্য বিজয়ী এশিয়া কাপে অংশ নেয়া নারায়ণগঞ্জ'র দুই তরুনকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেছে ইসদাইর উদীপ্ত তরুণ সংঘ




বাংলাদেশ ''অনুর্ধ্ব'' ১৯ এশিয়া কাপে জয়ী দলের হয়ে অসাধারণ পার্মানেন্ট করে বিশাল ভুমিকা রেখে আবারও পুরো দেশে নারায়ণগঞ্জ জেলার সুনাম বয়ে এনেছে ফতুল্লার ইসদাইরের দুই কৃতি সন্তান।

এরি ধারাবাহিকতায় শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে  ইসদাইর উদীপ্ত তরুণ সংঘের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ফুলের শুভেচ্ছা জানানো হয়  অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপে বাংলাদেশের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করা ফতুল্লার ইসদাইরের মাহফুজুর রহমান রাব্বী ও একই এলাকার খেলোয়াড় জিসান আলমকে। 



এসময় নারায়ণগঞ্জ'র এই দুই তরুণ খেলোয়াড়ের কাছে ভবিষ্যতে আরও ভালো কিছু আশা করে শুভেচ্ছা বক্তব্যে ইসদাইর উদীপ্ত তরুণ সংঘের সভাপতি মেহেরবা হোসেন অপু বলেন, রাব্বী ও জিসান এখন শুধু নারায়ণগঞ্জের নক্ষত্র না। এরা পুরো বাংলাদেশের নক্ষত্র। আমরা খুবই আনন্দিত যে, বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলে আমাদের এলাকার দু'জন তরুণ খেলোয়াড় অংশ নিয়ে এশিয়া কাপ জয় করে এনেছে। 


তিনি আরও বলেন, আমারা গর্বিত ইসদাইরের রাব্বী এতোবড় একটি ক্রিকেট আসরে অধিনায়কের দায়িত্ব পালন করেছে। পাশাপাশি আমাদের ইসদাইরের আরেক ভাই দলে ফ্রন্ট লাইনে খেলেছে। এটা আমাদের এলাকার জন্য কতো বড় অর্জন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। 


তবে, রাব্বী ও জিসানের প্রতি আমাদের একটাই চাওয়া থাকবে ভবিষ্যতে যে কোনো বিষয় চিন্তা করে এগোতে হবে। কারন এই ইসদাইর বাসী তাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে বিশ্বকাপ জয় করে পুরো দেশে নারায়ণগঞ্জের নাম আরও উজ্জ্বল করার আশা করেন।



গত (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টাইগার তরুণদের দেয়া ২৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিক দলটি ৮৭ রানে গুটিয়ে যায়।


 


দুবাইয়ের ডিএসসি মাঠে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। সে মেচে আশিকুর ১৪৯ বলে ১২৯ রান করেন। এছাড়া চৌধুরী মো. রিজওয়ান ৬০ ও আরিফুল ইসলাম ৫০ রান করেন। নারায়ণগঞ্জের কৃতি সন্তান অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বী শেষ দিকে ১১ বলে ২১ রান করে দলের সংগ্রহটা বড় করেন।




প্রথম বারের বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ী দলে নারায়ণগঞ্জের দুই কৃতি সন্তান অংশ নিয়ে এশিয়া কাপ জয় করে এনেছে। ফলে তরুণ খেলোয়াড় থেকে শুরু করে জেলার সর্বস্তরের মানুষের শুভেচ্ছায় ভাসছেন অধিনায়কের দায়িত্ব পালন করা ফতুল্লার মাসদাইরের মাহফুজুর রহমান রাব্বী ও জিসান আলম।

Post a Comment

0 Comments