প্রয়াত নেতা ব্যারিস্টার নাজমুল হুদার প্রতিষ্ঠিত তৃণমুল বিএনপিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেছেন এডভোকেট মাজহারুল ইসলাম রোকন। ২ ডিসেম্বর শনিবার নারায়ণগঞ্জ রূপগঞ্জ রুপসী খন্দকার বাড়িতে তৃণমুল বিএনপির মহাসচিব ড. তৈমূর আলম খন্দকারের হাতে ফুলের তোরা উপহার ও শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন তিনি। এ সময় ড. তৈমুর আলম খন্দকার দেশ ও জাতির কল্যাণে ভুমিকা রাখতে কাজ করে যাওয়ার দিকনির্দেশনা দিয়ে তৃণমুল বিএনপিতে এডভোকেট রোকনকে স্বাগত জানান।
এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল থেকে আরো যোগদান করেছেন আমির হোসেন (বিআরটিসি), মোহাম্মদ আলাউদ্দীন, ভোলাবো ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বুলু ভূঁইয়া, মোহাম্মদ রফিকুল ইসলামসহ বেশকজন নেতাকর্মী।
রাজনীতিতে আসার বিষয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এডভোকেট মাজহারুল ইসলাম রোকন বলেন, প্রধানত মজলুম জননেতা ড. তৈমূর আলম খন্দকারের নীতি ও আদর্শে অনুপ্রানিত হয়েই রাজনীতিতে প্রবেশ করেছি। রাজনীতিতে আসার কোনো ইচ্ছে আমার কখনই ছিলো না, কিন্তু নারায়ণগঞ্জের গর্ব দেশব্যাপী আলোচিত জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ মজলুম জননেতা ড. তৈমূর আলম খন্দকারের নীতি ও আদর্শের প্রতি আকৃষ্ট হয়েই প্রয়াত নেতা ব্যারিস্টার নাজমুল হুদা স্যারের আদর্শে গড়া দল তৃণমুল বিএনপিতে যোগদান করেছি। রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, আইনজীবী সহ সকল শ্রেণি পেশার ব্যক্তিবর্গ এবং নারায়ণগঞ্জবাসীর দোয়া ও সহযোগীতা প্রার্থনা করছি।
এখানে উল্লেখ্যযে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সোনারগাঁও পৌরসভার ১নং ওয়ার্ডের দরপত ঠোটালিয়া গ্রামের সন্তান এডভোকেট মাজহারুল ইসলাম রোকন। তিনি দেড় যুগেরও বেশি সময় ধরে নারায়ণগঞ্জ নগরীতে বসবাস করছেন এবং জেলা পর্যায়ে সাংবাদিকতায় জড়িত ছিলেন। একই সঙ্গে তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য হিসেবে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
২০২৩ সালের ৯ মার্চ বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হোন তিনি। ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক ডান্ডিবার্তা পত্রিকায় সংবাদকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়াও ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ ডটকমে এবং এরি মাঝে দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার প্রতিষ্ঠাকালীন থেকে কাজ করেছেন।
২০১৫ সালের শুরু থেকে বছর খানিক দ্যা বাংলাদেশ টুডে পত্রিকায় নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, এরপর দৈনিক আজকের পত্রিকার ফতুল্লা থানা প্রতিনিধি ছিলেন ২০১৬ সালের মাঝামাঝি সময় পর্যন্ত। এরপর থেকে ২০২১ সাল পর্যন্ত অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস ও দৈনিক ঢাকা টাইমসের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে নারায়ণগঞ্জ থেকে অনলাইন নিউজ পোর্টাল সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদনা করছেন। এ ছাড়াও স্থানীয় বিভিন্ন পত্রিকায় লেখালেখী করেছেন তিনি।
0 Comments