আজ‌মেরী ওসমা‌নের অর্থায়‌নে প্রতিবন্ধী শিশু রা‌ব্বি‌কে অ‌টো‌রিক্সা দি‌লেন আলিফ ওসমান


 নারায়ণগঞ্জ- ৫ আস‌নের প্রয়াত সাংসদ বীর মু‌ক্তি‌যোদ্ধা না‌সিম ওসমান তণয় আজ‌মেরী ওসমা‌নের অর্থায়‌নে শা‌রিরীক প্রতিবন্ধী শিশু রা‌ব্বি‌কে অ‌টো‌রিক্সা প্রদান করা হ‌য়ে‌ছে। 

মঙ্গলবার বি‌কে‌লে নগরীর ক‌লেজ রো‌ডে অব‌স্থিত আজ‌মেরী ওসমা‌নের বাসভব‌নের নি‌চে শিশু রা‌ব্বিকে  অ‌টো‌রিক্সা‌টি প্রদান ক‌রেন আজ‌মেরী ওসমান এর একমাত্র পুত্র আলিফ ওসমান। 

জানা গে‌ছে, খানপুর হাসাতাল রো‌ডের বা‌সিন্দা শিশু গোলাম রা‌ব্বি (১৬) শা‌রিরীক প্রতিবন্ধী। ছোট‌বেলায় ডান প‌য়ে তারকাটা ঢু‌কে ইন‌ফেকশন হ‌য়। তারপর থে‌কেই তার ডান পা টি অচল হ‌য়ে যায়। রা‌ব্বির পিতাও প‌্যারালাইজড হ‌য়ে বিছানায় শয‌্যাশায়ী। সংসা‌রের খরচ চালা‌তে বাধ‌্য হ‌য়ে শা‌রিরীক প্রতিবন্ধী শিশু রা‌ব্বি‌কেই সংসা‌রের খরচ চালা‌তে রোজগা‌রের প‌থে নাম‌তে হয়। মা‌ঝে ক‌য়েক‌দিন অ‌টো‌রিক্সা ভাড়ায় চালা‌লেও তেমন রোজগার না হওয়ায়   খানপুর হাসপাতাল রো‌ডে ভিক্ষা কর‌তে শুরু ক‌রে ক‌রে সে। এরই মা‌ঝে এক‌দিন নারায়ণগঞ্জ-৫ আস‌নের সা‌বেক সাংসদ প্রয়াত বীর মু‌ক্তি‌যোদ্ধা না‌সিম ওসমা‌নের পুত্র আজ‌মেরী ওসমান খানপুর হাসপাতাল রোড‌ে গে‌লে তার সাম‌নে উপ‌স্থিত হয় প্রতিবন্ধী শিশু রা‌ব্বি‌। তখন নি‌জের ক‌ষ্টের কথা জা‌নি‌য়ে আজ‌মেরী ওসমা‌নের নিকট এক‌টি অ‌টো‌রিক্সা চায় সে। তখন শিশু‌টির বিষ‌য়ে খোজখবর নি‌য়ে তা‌কে অ‌টো‌রিক্সা কি‌নে দেওয়ার আশ্বাস দেন আজ‌মেরী ওসমান। 

তারই ধারাবা‌হিকতায় শিশু রা‌ব্বি ও তার পরিবারকে ভিক্ষা থেকে দূরে রাখার জন্য ব্যাটারী চালিত রিক্সাটি প্রদান করা হয়।

Post a Comment

0 Comments