ভবিষ্যত এমপি হিসেবে অয়ন ওসমানকে রাজপথে নামালেন শামীম ওসমান


 নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ থেকে এমপি হিসেবে ওসমান পরিবারের ভবিষ্যৎ কান্ডারী অয়ন ওসমানকে প্রতিষ্ঠিত করতে প্রকাশ্যে এনেছে এবং সভা সমাবেশে পাশে রাখছেন শামীম ওসমান। তিনি জনপ্রিয় এমপি হিসেবে সারা বাংলাদেশে আলোচিত ব্যক্তি হিসেবে পরিচিত পেয়েছেন। তার আদর্শ মত গড়ে তুলতে ছেলেকে রাজনীতির মাঠে নামতে উৎসাহিত করা হয়েছে। তবে অয়ন ওসমান প্রায় এক যুগের বেশি সময় ধরে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগকে নিয়ন্ত্রণ নিয়ে ছাত্র লীগকে শক্তিশালী করতে কাজ করে আসছে। আর শামীম ওসমানও তার ছেলের ক্লিন ইমেজের রাজনীতিতে সন্তোষ্ঠ হয়ে পিতার স্থানে ভবিষ্যত এমপি হওয়ার জন্য যতটুকু যোগ্যতা দরকার তা প্রতিষ্ঠিত করতে পিতার দায়িত্ব পালন করছেন শামীম ওসমান।

এদিকে অয়ন ওসমান রাজনীতি করার চিন্তা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে পিতার আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছেন। প্রকাশ্যে রাজপথে না আসলেও জেলা ও মহানগর ছাত্র লীগকে একক ভাবে নিয়ন্ত্রণ করে আসছে। জেলা ও মহানগর ছাত্র লীগের কয়েকজন বিশ্বস্ত এবং নিজের বলয়ের নেতা হিসেবে তৈরি করেন। ঐসব নেতাদের মাধ্যমে পুরো জেলা ও মহানগর ছাত্র লীগকে শক্তিশালী করতে কাজ করে আসছেন। নারায়ণগঞ্জ ছাত্র লীগ অয়ন ওসমানের নিয়ন্ত্রণে থাকায় ছাত্র লীগের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোন অভিযোগ নাই। এমনকি অন্য জেলার তুলনায় নারায়ণগঞ্জের ছাত্র লীগ ক্লিন ইমেজ তৈরি হয়েছে। এটা অয়ন ওসমানের একক দক্ষতা ও যোগ্যতার ফলপ্রসূ। আর অয়ন ওসমানের দক্ষতা ও যোগ্যতায় ওসমান পরিবারের ভবিষ্যৎ কান্ডারী হিসেবে রাজনৈতিক নেতা হিসেবে লুফে নিয়েছেন শামীম ওসমান।

আর এবার জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমান যখনই জনগনের কাছে ছুটে বেড়াচ্ছেন। আর অয়ন ওসমানকে সাথ নিয়েই সাধারণ জনগন সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে হাজির করছেন এবং আগামী দিনের ভবিষ্যত হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন সভা সমাবেশের মঞ্চে উঠিয়ে নিচ্ছেন। আর অয়ন ওসমান তার পিতা শামীম ওসমানের নির্বাচনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সংবাদে শত শত ছাত্র লীগের নেতাকর্মীও হাজির হন।

যেখানে অয়ন ওসমান সেখানেই ছাত্র লীগ। আর ছাত্র লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে শামীম ওসমানের প্রতিটি নির্বাচনী কর্মসূচি জমজমাট হয়ে উঠে। তার প্রমান হিসাবে বুধবার (২৭ ডিসেম্বর) ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার এলাকায় আয়োজিত শামীম ওসমানের নির্বাচনী উঠান বৈঠক ছাত্র লীগের নেতাকর্মীদের উপস্থিতি।

Post a Comment

0 Comments