আলআমিন কবির সোনারগাঁও নারায়ণগঞ্জ।
সাদীপুরবাসী নৌকায় ভোট দিতে উদগ্রীব ওয়ে আছে বিগত ১০ টি বছর সোনারগাঁয়ের মানুষ নৌকায় ভোট দিতে পারেনি তাই এবার নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান জনগন সাদীপুরে নৌকার পথসভায় এসব কথা বললেন নারায়ণগঞ্জ -৩- সোনারগাঁও আসনের নৌকার প্রার্থী - কায়সার হাসনাত!
গত ১৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দের পর থেকে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নারায়ণগঞ্জ - ৩ (সোনারগাঁ ) আসনে আওয়ামীা লীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুল্লাহ্ - আল - কায়সার হাসনাত ও তার নেতাকর্মীরা একাধিক দলের বিভক্ত হয়ে সোনারগাঁ উপজেলার সকল ইউনিয়ন - ওয়ার্ডে ও সোনারগাঁয়ের সাদীপুর ইউনিয়নে নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নৌকার প্রার্থী আব্দুল্লাহ্ -আল- কায়সার নির্বাচনী প্রচারণায় হাজার হাজার নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে প্রচারণা শুরু করেন।
এসময় তিনি ভোটারদের সাথে তিনি কুশল বিনিময় করেন এবং একাধিক পথসভায় বক্তব্য রাখেন।
প্রচারণায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের হাজারো নারী, পুরুষ, তরুণ,রা অংশ নেয়। এসময় কারো হাতে রং-বেরংয়ের নৌকা, কারো হাতে ব্যানার, ফেস্টুন, আবার কারো হাতে শোভা পাচ্ছে জাতীয় পতাকা। আর উচ্ছ্বাসে ভরা স্লোগান ‘জয় বাংলা জিতবে এবার নৌকা, শেখ হাসিনার সরকার বারবার দরকার, কায়সার ভাইয়ের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন, নারায়ণগঞ্জ - ৩ আসন ধন্য কায়সার ভাইয়ের জন্য, সোনারগাঁ বাসী জন্য কায়সার ভাইয়ের জন্য, উন্নয়নের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন। প্রচারণা চলাকালীন নানান বয়সী মানুষের মুখে এমন নানান স্লোগানে মুখরিত ছিল সর্বত্র।
নারায়ণগঞ্জ - ৩ (সোনারগাঁ) আসনের নৌকার প্রার্থী আব্দুল্লাহ্-আল-কায়সার হাসনাত এর পক্ষে নেতাকর্মীদের উৎসবমুখর পরিবেশে প্রচারণা দেখে নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষ বেশ উচ্ছসিত।
সরেজমিনে সাধারণ ভোটারদের সাথে কথা বললে তারা জানান, সোনারগাঁ কে সন্ত্রাস- চাঁদাবাজ ও মাদক নির্মূল করে, সোনারগাঁ কে আধুনিক উন্নত এবং স্মার্ট হিসেবে গড়ে তোলার জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল্লাহ্ - আল কায়সারের বিকল্প নেই।
সোনারগাঁয়ের সচেতন ভোটারগণ বলেন আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে এই সিটট উপহার দিবে বলে জানান।
0 Comments