চাঁদাবাজ নুর হোসেন গ্রেফতারে এলাকায় স্বস্তি


 গোগনগরে ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুর হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুরে চাঁদা ও শ্লীলতাহানির মামলায় গ্রেফতার হয়। নুর হোসেন এর গ্রেফতার এ এলাকাবাসীর মধ্যে স্বস্তি বিরাজ করছে। 

উল্লেখ্য পশ্চিম সৈয়দপুরের একটি জমি নিয়ে বিবাদীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো৷ সম্প্রতি তিনি ওই জমির একাংশ বিক্রি করলে আসামিরা তার কাছে ছয় লক্ষ টাকা চাঁদা দাবি করেন৷ শুক্রবার (০১ ডিসেম্বর) বিক্রিত অংশ ক্রেতার কাছে বুঝিয়ে দিয়ে সেখানে দেওয়াল নির্মাণ করতে যান তিনি৷ এসময় আসামিরা তাকে গালিগালাজ করতে থাকে ও একপর্যায়ে ছয় লক্ষ টাকা চাঁদা দাবি করে৷ তাদের দাবি মেনে না নেওয়ায় সেখানে কর্মরত শ্রমিক শফিউদ্দিনকে এলোপাথাড়ি মারধর করতে থাকে তারা। একপর্যায়ে আসামিরা নির্মিতব্য দেওয়াল ভেঙে ফেলে ও বাদি মাহমুদার পরিহিত পোশাক ছিঁড়ে তার শ্লীলতাহানি ঘটায়৷ বাদির ডাকচিৎকারে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনাস্থলে আসেন৷ আসামিরা তাকে ও মাহমুদাকে প্রাণনাশের হুমকি দিয়ে ও ফের চাঁদা দাবি করে ঘটনাস্থল ত্যাগ করে। 

নিতাইগঞ্জের নিমতলা থাকে  সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলী আকবর সাহেব ওইখান থাকে  দুর্নীতি করছে জমি জমা নিয়া এই নূর হোসেন সওদাগর,  বর্তমানে 7 8 9 নং ওয়ার্ডের ইউপি মেম্বার নিলুফা বেগমের কাছ থেকে প্রায় ৮ লক্ষ টাকা আত্মসাৎ করছে জমি জমা দিবে বলে, বিচ্ছু বাহিনীর ৩ নাম্বার সদস্য মাষ্টার মাইন্ড নুর হোসেন অনেক অপকর্ম করে বেড়ালেও ছিলেন ধরাছোঁয়ার বাইরে কতদিন থাকতে পারবেন আইনশৃঙ্খলা চোখ ফাঁকি দিয়ে অবশেষে আইনশৃঙ্খলার বাহিনীর হাতে ধরা পরলেন ভূমিদস্যু,চাঁদাবাজ নুর হোসেন।



Post a Comment

0 Comments