রুপগঞ্জ যুবদল নেতা শামীম মিয়ার ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা


 নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা যুবদলের 

যুগ্ম আহ্বায়ক শামীম মিয়ার মালিকানাধীন একটিব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেতাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবাররাত ১০টার দিকে উপজেলার চনপাড়া এলাকায় এঘটনা ঘটে। শামীম মিয়া জানান, রাজনৈতিক হামলা-মামলার কারণে ছয় মাস ধরে তিনি এলাকায় থাকতে পারছেন না। 

চনপাড়া এলাকায় তাঁর মালিকানাধীনইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা রয়েছে। তাঁরনিয়োজিত লোকজন ব্যবসাটি দেখভাল করেন।মঙ্গলবার মালামালের গুদাম দেখভালের দায়িত্বেথাকা কর্মী রাতের খাবার খাওয়ার জন্য বাইরে যান।এর কিছুক্ষণের মধ্যে ওই গুদামে আগুন দেখা যায়।পরে স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 

আগুন নেভানোর পর দেখা যায়, গুদামের বিদ্যুৎ সংযোগ কে বা কারা বিচ্ছিন্ন করে রেখেছে। 

আগুনে গুদামে থাকা আলোকসজ্জারবাতি, সাউন্ডবক্স, চেয়ার, টেবিল, ফ্যান, কাপড়সহপ্রায় ৬৫ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।এই অগ্নিকাণ্ডকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ শামীম। তাঁর দাবি, স্থানীয় আওয়ামী লীগের লোকজন ষড়যন্ত্রমূলকভাবে তাঁর গোডাউনে আগুনদিয়েছেন। প্রথম আলোকে তিনি বলেন, 'প্রায় ছয়মাস হলো স্থানীয় আওয়ামী লীগের লোকজনের কারণে এলাকায় থাকতে পারছি না। এরই মধ্যে আমার গোডাউনে আগুন দেওয়া হলো।'

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(গ) সার্কেল) আবির হোসেন বলেন, 'এ বিষয়ে থানায়ও অভিযোগ করেনি। অভিযোগ করলে দেখব।'

Post a Comment

0 Comments