রুপগঞ্জ উপজেলা বি,এন,পির রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাঃ বাছির উদ্দিন বাচ্চু প্রেস বিজ্ঞপ্তিতে বলেন আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভূয়া, বানোয়াট ও মিথ্যা ভিডিও বানিয়ে আমাদের রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীদের নাম জড়িয়ে অপপ্রচারের চেষ্টা করা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আমাদের প্রতিপক্ষ বিরোধী তথা সরকারী রাজনৈতিকদল ও আমাদের দলে থাকা একটি কুচক্রী মহল এর আগেও যারা নানা ভাবে
নানা কিছু নিয়ে অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে দূর্বল করার চেষ্টা করেছে এবং করে আসছে,এবং প্রতিনিয়ত করে যাচ্ছে,তা অবশ্যই হীনমন্যতার পরিচায়ক তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এমনটা করছে সরকারীদল ও তাদের নিজেদের লোকজন।
ডামি-স্বতন্ত্র-বিদ্রোহী জাতীয় প্রার্থী নিয়ে বিপাকে পরে এমন আবোল তাবোল বকছে ও আচরণ করছে তা এখন সবার কাছে দিনের আলোর মতো পরিস্কার।
আর এসকল কর্মকান্ডে তাদেরকে সর্বাত্মক সহযোগীতা করেছে আমাদের দলে থাকা একটা সময় দলীয় সকল সুযোগ সুবিধাভোগী অসাধু শ্রেণী। তারা তাদের নিজেদের দূর্বলতা ঢাকতে ও আমাদের সক্রিয় নেতাকর্মীদের সাথে মাঠে টিকতে না পেরে নিজেদের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গের মতো আচরণ করছে। তারা সরকারের সাথে সরকারি দলের অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। যা রূপগঞ্জে ছাড়াও অনেকেই জেনে গেছে ইতিমধ্যে। তারা সরকারের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত, আর তাই তারা আমাদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে এর ফায়দা নিতে ব্যস্ত।
তারা যে অভিযোগটির ভিত্তিতে এগিয়েছে সেটি আমাদের কেন্দ্রের সাথে সমন্বয় করে উপজেলার কর্মসূচী পালনের প্রস্তুতি সভা ছিলো, এবং সেখানে আমাদের কোন প্রকার নির্বাচনের প্রার্থী নিয়ে বা কাউকে সমর্থন দেওয়া নিয়ে কোনপ্রকার আলোচনা হয়নি।
কিন্তু তারা সেটিকে ইস্যু বানিয়ে নিজেদের পায়ে কুড়াল মারছে। তারা দেশ ও জাতির চিরশত্রু, এটা অধিকারবঞ্চিত মানুষের কন্ঠরোধের নির্বাচন। অসাধুদের সমর্থন করা মানে অপরাধের সহযোগীতা করা। শুধু তাই নয় সরকারীদলের প্রার্থীরা যারা যারা তাদের
নিজেদের দূর্বলতা ঢাকতে বিএনপির কতিপয় অসাধু লোভীদের ব্যবহার করছে ব্যবহৃতরা ও সরকারের সুবিধাভোগীরা ইতিমধ্যে তাঁরাও চিহ্নিত হয়েছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই দলে কোন্দল সৃষ্টির অপচেষ্টা রূখতে আমরা নই এখন থেকে জনগণ জবাব দিবে।
আমরা উপজেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচী পালনে ভোট বর্জনের জন্য জনগণকে সচেতন করতে নিয়মিত বৈঠক করেছি এবং পরবর্তী কর্মসূচী পালন করবো। এটা নিয়ে কারো এলার্জি হলে আপনাদের জন্য আমাদের পরামর্শ থাকবে মানসিক চিকিৎসকের শরনাপন্ন হতে।
0 Comments