সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁও উপজেলা কৃষকলীগ।




আলআমিন কবির সোনারগাঁও নারায়ণগঞ্জ। 


সোনারগাঁয়ে সাবেক কৃষি মন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য আব্দুর রাজ্জাক কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁও উপজেলা কৃষকলীগ।



১৬ ফেব্রয়ারী শুক্রবার বারদীতে বাংলাদেশ আওয়ামী লীগের  উপকমিটির নেতা দীপক কুমার বনীকের আমন্ত্রনে সোনারগাঁয়ে আসেন সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক এসময় সোনারগাঁও উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ মোহাম্মদ আলমগীর ও সদস্য সচিব নাজমুল হাসানের নেতৃত্বে সাবেক এই মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁও উপজেলা কৃষকলীগ।

আব্দুর রাজ্জাক (জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৫০) হলেন একজন বাংলাদেশী কৃষিবিদ ও রাজনীতিবিদ। তিনি ২০০১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে টাংগাইল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশের তৎকালীন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পরবর্তীতে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী দশম জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে ৩ জানুয়ারী ২০১৯ তারিখে একাদশ সংসদের সংসদ সদস্য হিসেবে তিনি শপথবাক্য পাঠ করেন পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।


এসময় সোনারগাঁও উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন 

কৃষক লীগের সভাপতি শেখ মোঃ আলমগীর । সদস্য সচিব মোঃ নাজমুল হাসান আরও উপস্থিত ছিলেন কৃষক লীগের

 যুগ্ন আহ্বায়ক 

কাজী বাবুল,গাজী মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, মহিলা যুগ্ন আহ্বায়ক তাসলিমা জাহান পপি, শাহাজাদী আক্তার সুমি, জুলেখা আক্তার সদস্য আবু বক্কর জুম্মন ও সুজন আহমেদ উপস্থিত ছিলেন

Post a Comment

0 Comments