নারায়ণগঞ্জের চাষাঢ়ায় জিয়া হল ভেঙে সেই স্থানে নতুন ভবন তৈরি করে ‘৬ দফা ভবন’ নাম করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। স্থানটি বঙ্গবন্ধুর ৬ দফা ঘোষণার স্মৃতিবিজড়িত স্থান উল্লেখ করে তিনি এ দাবি জানান। রোববার (৪ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নে শামীম ওসমান এ দাবি উত্থাপন করেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
সাংসদ শামীম ওসমানের এই বক্তব্যেও তীব্র প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বি,এন,পির সভাপতি গিয়াসউদ্দিন বলেছেন, সাংসদ
শামীম ওসমানের এই বক্তব্যে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ হৃদয়ে আঘাত পেয়েছে। তিনি যে বালুর মাঠের কথা বলেছেন সেটা আর জিয়া হল এক স্থান নয়।
বালুর মাঠ জিয়া হল থেকে অনেকটাই দুরে। বালুর
মাঠের অজুহাত দিয়ে জিয়া হল ফেঙ্গে ফেলার বক্তব্য একটা গভীর ষড়যন্ত্রের অংশ।
দেশ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি মুছে ফেলতে সরকারী দল এই ষড়যন্ত্র করছে।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
গিয়াসউদ্দিন বলেন , বিএনপির উপর প্রতিহিংসার
বশবর্তী হয়ে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হলে
নারায়ণগঞ্জের মানুষ তা ভালো চোখে দেখবে না।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। তার স্মৃতি বিজড়িত নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জিয়া হল ভেঙ্গে ফেলা হবে নৈতিকতা বিরোধী সিদ্ধান্ত।
0 Comments