আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন কাশিপুর ইউনিয়ন যুবলীগ



আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস 

উপলক্ষে  কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল এর   পক্ষ থেকে কাশিপুর ইউনিয়ন  যুবলীগ নেতৃবৃন্দের  শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে


বুধবার (২১ ফেব্রুয়ারি)  কাশিপুর হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে  ফতুল্লা থানা যুবলীগ নেতা সাজন,কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহম্মেদ এর নেতৃত্বে  নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আত্মত্যাগকারী শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


এ সময় উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ সাত্তার, ফতুল্লা থানা আওয়ামীলীগের ক্রীয়া সম্পাদক আমিনউল্লাহ রতন, সহ-সভাপতি আশরাফুল আলম, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহম্মেদ, ফতুল্লা থানা যুবলীগ নেতা সাজন, যুবলীগ নেতা মুন্না আহমেদ  ও ছাত্রলীগ নেতা কবির হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আত্মত্যাগ করেন ভাষাশহীদরা। দিনটি বাংলাদেশের ইতিহাসে মহান শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এ ছাড়া ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিলে সারা বিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে দিনটি।

Post a Comment

0 Comments