সোনারগাঁয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই স্কট ফাউন্ডেশন এর আয়োজন বিশ্ব শান্তি গীতা জয়ন্তী মহোৎসব- কায়সার হাসনাত





 আলআমিন কবির সোনারগাঁও নারায়ণগঞ্জ! 


নারায়নগঞ্জের সোনারগাঁয়ের পৌরসভা এলাকার সাহাপুর গ্রামে 

৯ ফেব্রয়ারী শুক্রবার বিকালে

 হিন্দু ধর্মালম্বিদের বাৎসরিক অনুষঠান। 

স্কট ফাউন্ডেশন এর আয়োজন বিশ্ব শান্তি কল্যান কামনায় গীতা জয়ন্তী মহোৎসব মূলত ভগবদ্গীতাকে কেন্দ্র করে একটি অনুষ্ঠান বলেন আমরা আমরা সোনারগাঁয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই যাতে সমাজে সবাই সামাজিক বন্ধনে থাকতে পারি পাশাপাশি সকলে ধর্মী অনুষ্ঠান গুলো আনন্দে সাথে কাদে কাদ মিলিয়ে কাজ করতে চাই এসব কথা বলেন।


অনুষ্ঠানটি হলো , যা হিন্দু পঞ্জিকার মাগশীর্ষ (বাংলা পঞ্জিকার অগ্রহায়ণ) মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীর দিনে উদযাপিত হয়। ইতিহাসের এই দিনে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে ভগবদ্গীতা জ্ঞান প্রদান করেছিলেন। সেই উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো পালিত হলো অনুষ্ঠান। 



উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,, 

নারায়ণগঞ্জ (৩) আসনের এমপি জনাব আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। 

তিনি বলেন সামাজিক বন্ধন অটুট রেখে সকলেই আমরা মানুষ, তিনি আরো বলেন ধর্মবর্নিশেষে আমরা মানুষ অসামপ্রদায়িক শক্তি কখনো সফল হতে পারে না,

এসময় তিনি এলাকার কাঠের ব্রিজ নির্মান সহ  উননয়ন সহ দূর্গা মন্দির নির্মান করেছিলেন বিগত সময়ের শাসনামলে তিনি সবাইকে কাধে কাধ রেখে চলার আহবাম করেন ধর্মী সকল অনুষ্ঠান সকলে মিলেমিশে আনন্দে সহিত কাজ করতে উদ্ধৃত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  এডঃ শামসুল ইসলাম ভূইয়া, আসাদুজ্জামান, এডঃ ফজলে রাববী, নির্মল সাহা, সোনারগাঁও রিপোর্টারস ক্লাবের সভাপতি  আ:সাংবাদিক সাত্তার প্রধান, পৌরসভার যুবলীগের সভাপতি  আসাদ , সাংবাদিক আলআমিন কবির, সাংবাদিক মারিয়া ইসলাম,পৌরসভা আওয়ামী লীগ নেতা  মাজিদ খান সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ হিন্দু সমপ্রদায়ের শত শত বক্তবৃরা উপস্থিত ছিলেন

Post a Comment

0 Comments