চিকিৎসার জন্য বেগম জিয়ার বিদেশে যাওয়ার আবেদনটি যাচাই-বাছাই করা হচ্ছে: আইনমন্ত্রী

 


ভোরের লিখা নিউজ ঃ

বাংলাদেশে বেড়েই চলছে করোনা ভাইরাস। প্রতিনিয়তই এই ভাইরাস ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এ ভাইরাসের আক্রমণে এক পর্যায়ে অচল হয়ে পড়েছে চিকিৎসাব্যবস্থা। বেশ কিছুদিন আগে থেকেই এ ভাইরাসের তাণ্ডবে আক্রান্ত হচ্ছেন অনেক জ্ঞানী-গুণী ব্যক্তিরা। গত কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এবার করোনা আক্রান্ত বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে চিকিৎসার বিষয়ে করা বেগম জিয়ার আবেদনটি যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

গতকাল বুধবার (৫ই মে) রাতের দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় গিয়ে তিনি আবেদনপত্রটি হস্তান্তর করেন। জানা গিয়েছে, এরপর আবেদনপত্রটি পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।  

খালেদা জিয়ার চিকিৎসার বিষয় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, “মানবিক দিক বিবেচনা করে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হবে।

Post a Comment

0 Comments