দেশের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন এস এম শফিউদ্দীন আহমেদ! ( দৈনিক ভোরের লিখা নিউজ)

 


প্রতি তিন বছর পর পর বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশে নিয়োগ দেয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। ইতিমধ্যে বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে জেনারেল আজিজ আহমেদের মেয়াদ শেষ হয়েছে। এবার লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৪ জুন) সেনাপ্রধান হিসেবে জেনারেল আজিজ আহমেদ স্থলাভিষিক্ত হয়েছেন এস এম সফিউদ্দীন আহমেদ।

আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এস এম শফি উদ্দিন আহমেদকে জেনারেল রেংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দেশের ১৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন তিনি।

প্রসঙ্গত, শফিউদ্দীন আহমেদ ১৯৯৩ থেকে ১৯৯৪ সালে মোজাম্বিকে ১৬ মাস শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন। এ ছাড়া ২০১৪-২০১৬ পর্যন্ত সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক-এ ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করেছেন তিনি।

Post a Comment

0 Comments