নিজেস্ব প্রতিনিধিঃ
অনলাইনে ফাঁদে ফেলে নারী ও শিশু পাচারের ঘটনায় উদ্বেগ বাড়ছে। টিকটক, লাইকি, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন অ্যাপের আড়ালে পাচারকারী চক্রের ওত পেতে থাকার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে শুধু তদন্ত নয়, এই অ্যাপগুলো বন্ধ বা নিষিদ্ধের জোরালো দাবি উঠছে বিভিন্ন পর্যায় থেকে। খোদ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায় থেকেও অ্যাপগুলো নিষিদ্ধের দাবি উঠেছে। সরকারের দুই মন্ত্রীও উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন।
টিক টক এ তাদের মধ্যে অন্যতম একজন সাকিল স্থানঃ যাত্রবাড়ি সেখান থেকে নারায়নগঞ্জের হাজীগঞ্জে এসে তিনি এবং তার সাথে থাকা আরো ছেলেরা নারায়নগঞ্জ এর নামে বাঝে মন্তব্য করে যা নারায়নগঞ্জ বাসিকে ক্ষেপ্ত করে,
এদের কাউকে দেখলে মনে হয় না পড়াশোনা করে,
সব গুলা ভাজে কাজে লিপ্ত
সূএঃ অনুসারে কয়েকজন এর থেকে জানা যায়।
0 Comments