সরিষাবাড়ীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আটক-১
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় হাফিজুর রহমান নামে এক টেইলার্স মালিককে আটক করেছে পুলিশ।
গত ৩০ জুলাই দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের আব্দুল হামিদের ছেলে হাফিজুর রহমান। সে চাপারকোনা বাজারে কাপড় ব্যবসার সাথে টেইলারিং এর ব্যবসা করে আসছিল। সেই সুবাদে অভিযোগকারীনিকে টেইলারিং কাজ করার সুযোগ দেয়। কিছুদিন পর হাফিজুর কৌশলে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে হাফিজুর রহমান তাকে অনৈতিক প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় হাফিজুর ফুঁসে উঠে। অবস্থা বেগতিক দেখে ওই মেয়ে তার দোকানে কাজ ছেড়ে দিয়ে ঢাকায় পোশাককর্মীর চাকরি নেয়। খায়েস মিটাতে না পেরে হাফিজুর রহমান ওই মেয়ের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে ২৯ জুলাই ওই মেয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে সরিষাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে হাফিজুর রহমানকে আটক করে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, অভিযোগকারীনির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ওই নারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করে ৩০ জুলাই বিকালে জেল হাজতে পাঠানো হয়
0 Comments