নগরীর অবৈধ যান উচ্ছেদ অভিযানে ট্রাফিক পুলিশ কামরুল ইসলাম ব্যাগ নারায়ণগঞ্জ জেলা টি আই-JB Bangla Tv


 পলাল সেন নারায়ণগঞ্জ প্রতিনিধি:





নারায়ণগঞ্জ  চাষাড়া হতে মেট্রো হল কালীবাজার পর্যন্ত চলছে ট্রফিক পুলিশের অটোবাইক অভিযান  - সারাদেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ পুলিশ ( প্রশাসন) এডমিন কামুরুল ইসলাম বেগর পরিচালনায় এই সব অবৈধ যান-বহনর বন্ধের অভিযান  চালানো হয়। 


শনিবার ( ২৫ সেপ্টম্বর) সকাল ১০ টায় শহরে চাষাড়া হতে মেট্রো হল কালীবাজার, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড,পুরাতন সড়ক,গলাচিপা ইত্যাদি জায়গা পর্যন্ত পরিচালিত হয় অভিযান। পরিচালনার সময় বিভিন্ন পরিবহনের কয়েকটি গাড়িকে মামলা সহ রেকার করা হয়। এছাড়াও অবৈধ স্থানে গাড়ি পাকিং সহ গাড়ির কাগজ-পত্র ঠিক না থাকায়।সিএনজি,লেগুনা,সহ ব্যাটারি চালিত অটোরিকশা গুলোকে জরিমানার আওতায় আনা হয়


নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ (প্রশাসন) টি আই এডমিন কামরুল ইসলাম বেগ বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম বার) স্যারের কঠোর নির্দেশে শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়েছে। আমাদের এই অভিযান প্রতিনিয়ত পরিচালিত হবে। তিনি আরো বলেন, ট্রাফিক বিভাগের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা এবং সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। বিশেষ করে জনসাধারণকে সচেতন হতে হবে। এছাড়া যানযট সৃষ্টিকারী যানবাহন গুলোকে কোন প্রকার ছাড়া দেয়া হবে না।

Post a Comment

0 Comments