বিরামপুরে মোটর সাইকেলে মাদকসহ ব্যবসায়ী আটক-JB Bangla Tv

মোঃ রিপন মানিক চৌধুরী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুরে আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ও ফেনসিডিল পাচারে ব্যবহৃত টি টিভিএস ১২৫ সিসি স্টাইকার মটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গোলাম রব্বানী (২৩) গ্রেপ্তার করেছে বিরামপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত গোলাম রব্বানী জেলার হাকিমপুর উপজেলার হাতিশোও (মোল্লা বাজার) গ্রামের মৃত আবুল কাশেম মীরের ছেলে। এ বিষয়ে বিরামপুর থানায় মামলা হয়েছে। মামলা সুত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্তের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তাজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের নিশিবাপুর (চৌধুরী পাড়া) গ্রামের প্রীতলাল দাসের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় প্রীতলাল দাসের বাড়ি থেকে ১টি টিভিএস ১২৫ সিসি স্টাইকার মোটর সাইকেলের সিট কাভারের ভিতর ও ট্যাংকির ভিতর অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ১'শ ২৫ বোতল আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ও ফেন্সিডিল পাচারে ব্যবহৃত ৫টি ফেন্সিডিল রাখার পলিথিন কভারসহ মাদক ব্যবসায়ী গোলাম রব্বানী কে আটক করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিকসহ কয়েকজন আসামী কৌশলে দৌড়ে পালিয়ে য়ায়। এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, এই ঘটনায় বিরামপুর থানায় মামলা হয়েছে। আটক আসামীকে আদালতে সোপর্দ পূর্বক পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।।

Post a Comment

0 Comments